শাওমি পোকোফোন এফ১
শাওমি পোকোফোন এফ ১ (ভারতে শাওমি পোকো এফ১) একটি স্মার্টফোন যা শাওমি ইনক, নামের একটি বেইজিং ভিত্তিক একটি চীনা ইলেকট্রনিক্স কোম্পানি তৈরি করছে ৷[১] ২২ আগস্ট ২০১৮ তারিখে ভারতের নয়াদিল্লিতে একে উনমোচিত করা হয়েছিল। যদিও মিড-রেঞ্জ ডিভাইসগুলির মাঝে Xiaomi-এই মোবাইল ফোনটি অনেক উচ্চ ক্ষমতার স্পেসিফিকেশন দিয়ে তৈরী করা হয়েছে। বিশ্বব্যাপী সীমিত সংখ্যায় এই ফোনটি ছাড়া হয়েছে, বেতিক্রম ভারত ছাড়া যেখানে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।[২][৩] পোকোফোনকে প্রায়ই ২০১৯ সালের রেডমি লাইনের একটি ফ্ল্যাগশিপ মডেল হিসাবে বিবেচনা করা হত, যদিও আনুষ্ঠানিকভাবে একটি আলাদাএবং স্বতন্ত্র মডেল হিসাবে বাজারজাত করা হয়েছিল।
স্পেসিফিকেশন
সম্পাদনাহার্ডওয়্যার
সম্পাদনাপোকোফোন এফ ১ রয়েছে বর্তমানের অনেক শক্রিশালী স্ন্যাপড্রাগন ৮৪৫ (১০ ন্যানোমিটার) SoC- এবং এড্রোনো ৬৩০ গ্রাফিক্স কার্ড। এটার ডিসপ্লের আয়তন ৬.১৮" আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন স্ক্রিন রয়েছে যার অনুপাত ১৮.৭:৯ এবং রেজোলিউশন ১০৮০ x ২২৪৬ পিক্সেল। ডিসপ্লেতে উপরের দিকে একটি বড় রকমের নচ রয়েছে। আর ডিসপ্লে স্ক্রিনের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৩। এই ফোনটির বডি পলিকার্বোনেটের তৈরী।[৪][৫] পোকোফোন এফ ১-এর আরেকটি স্পেশাল এডিশন আছে, যাকে আর্মার্ড সংস্করণ বলা হয়, যেটার পিছনে পলিকার্বোনেটের পরিবর্তে কেভলার ফিনিশ দেয়া ছিলো।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Watch the Xiaomi Pocophone F1 announcement live here"। Digital Trends (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-২২। ২০১৮-০৮-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০১।
- ↑ "Pocophone F1 by Xiaomi review"। gsmarena.com (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২২।
- ↑ "Pocophone F1 Review"। trustedreviews.com। ২০১৮-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৮।
- ↑ "Xiaomi's Poco F1 first impressions: At Rs 20,999, is this competition for OnePlus?"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-২৩। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৩।
- ↑ "Poco F1 Specifications, Features and Price"। techlomedia gadgets। ২০১৯-০৮-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-৩০।