শাওমি পোকোফোন এফ১

(Xiaomi Pocophone F1 থেকে পুনর্নির্দেশিত)

শাওমি পোকোফোন এফ ১ (ভারতে শাওমি পোকো এফ১) একটি স্মার্টফোন যা শাওমি ইনক, নামের একটি বেইজিং ভিত্তিক একটি চীনা ইলেকট্রনিক্স কোম্পানি তৈরি করছে ৷[] ২২ আগস্ট ২০১৮ তারিখে ভারতের নয়াদিল্লিতে একে উনমোচিত করা হয়েছিল। যদিও মিড-রেঞ্জ ডিভাইসগুলির মাঝে Xiaomi-এই মোবাইল ফোনটি অনেক উচ্চ ক্ষমতার স্পেসিফিকেশন দিয়ে তৈরী করা হয়েছে। বিশ্বব্যাপী সীমিত সংখ্যায় এই ফোনটি ছাড়া হয়েছে, বেতিক্রম ভারত ছাড়া যেখানে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।[][] পোকোফোনকে প্রায়ই ২০১৯ সালের রেডমি লাইনের একটি ফ্ল্যাগশিপ মডেল হিসাবে বিবেচনা করা হত, যদিও আনুষ্ঠানিকভাবে একটি আলাদাএবং স্বতন্ত্র মডেল হিসাবে বাজারজাত করা হয়েছিল।

শাওমি পোকোফোন এফ১

স্পেসিফিকেশন

সম্পাদনা

হার্ডওয়্যার

সম্পাদনা

পোকোফোন এফ ১ রয়েছে বর্তমানের অনেক শক্রিশালী স্ন্যাপড্রাগন ৮৪৫ (১০ ন্যানোমিটার) SoC- এবং এড্রোনো ৬৩০ গ্রাফিক্স কার্ড। এটার ডিসপ্লের আয়তন ৬.১৮" আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন স্ক্রিন রয়েছে যার অনুপাত ১৮.৭:৯ এবং রেজোলিউশন ১০৮০ x ২২৪৬ পিক্সেল। ডিসপ্লেতে উপরের দিকে একটি বড় রকমের নচ রয়েছে। আর ডিসপ্লে স্ক্রিনের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৩। এই ফোনটির বডি পলিকার্বোনেটের তৈরী।[][] পোকোফোন এফ ১-এর আরেকটি স্পেশাল এডিশন আছে, যাকে আর্মার্ড সংস্করণ বলা হয়, যেটার পিছনে পলিকার্বোনেটের পরিবর্তে কেভলার ফিনিশ দেয়া ছিলো।

 
শাওমি পোকোফোন এফ ১ পিছনের অংশ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Watch the Xiaomi Pocophone F1 announcement live here"Digital Trends (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-২২। ২০১৮-০৮-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০১ 
  2. "Pocophone F1 by Xiaomi review"gsmarena.com (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২২ 
  3. "Pocophone F1 Review"trustedreviews.com। ২০১৮-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৮ 
  4. "Xiaomi's Poco F1 first impressions: At Rs 20,999, is this competition for OnePlus?"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-২৩। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৩ 
  5. "Poco F1 Specifications, Features and Price"techlomedia gadgets। ২০১৯-০৮-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-৩০