ভিল্হেল্ম ফন হুম্বোল্ট
ফ্রিডরিশ ভিল্হেল্ম ক্রিস্টিয়ান কার্ল ফের্ডিনান্ড ফন হুম্বোল্ট (জার্মান: Wilhelm von Humboldt) (২২ জুন, ১৭৬৭—৮ এপ্রিল, ১৮৩৫), জার্মান দার্শনিক, ভাষাবিজ্ঞানী ও কূটনীতিক ছিলেন। তিনি বার্লিনের হুম্বোল্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যা তার ও তার ভাই আলেকজান্ডার ফন হুম্বোল্টের নামানুসারের রাখা হয়। আলেকজান্ডার ছিলেন একজন ভূগোলবিদ, নিসর্গী, এবং আবিষ্কারক।[৪]
ভিল্হেল্ম ফন হুম্বোল্ট | |
---|---|
জন্ম | ফ্রিডরিশ ভিল্হেল্ম ক্রিস্টিয়ান কার্ল ফের্ডিনান্ড ফন হুম্বোল্ট ২২ জুন ১৭৬৭ |
মৃত্যু | ৮ এপ্রিল ১৮৩৫ টেগেল, প্রুশিয়া | (বয়স ৬৭)
জাতীয়তা | প্রুশীয় |
মাতৃশিক্ষায়তন | ফ্রাঙ্কফুট বিশ্ববিদ্যালয় (কোন ডিগ্রি লাভ করেন নি) ইউনিভার্সিটি অফ গ্যটিঙেন (কোন ডিগ্রি লাভ করেন নি) |
যুগ | উনিশ শতকের দর্শন |
অঞ্চল | পশ্চিমা দর্শন |
ধারা | বার্লিন রোমান্টিকতা ঐতিহাসিক ভাষাবিজ্ঞান |
প্রধান আগ্রহ | ভাষার দর্শন |
১৯৩৬ সালে প্রকাশিত উবার ডি ফের্শিডেন্হাইট ডেস মেন্শ্লিশেন শ্প্রাখ্বাউয়েস (Über die Verschiedenheit des menschlichen Sprachbaues, ইংরেজিতে On the Variety of Human Language Structure) তার রচিত বিখ্যাত গ্রন্থ।
জীবনী
সম্পাদনাভিল্হেল্ম ১৭৬৭ সালের ২২ জুন প্রুশিয়ার পোট্সডামে জন্মগ্রহণ করেন। ১৭৯১ সালের জুনে তিনি ক্যারোলিন ফন ডাচেরোডেনকে বিয়ে করেন। তাদের আট সন্তান, যার মধ্য গ্যাব্রিয়েলা ফন বিউলোসহ পাঁচজন প্রাপ্ত বয়স পর্যন্ত বেঁচে ছিল। তিনি ১৮৩৫ সালের ৮ এপ্রিল টেগেলে মৃত্যুবরণ করেন।[৫]
দার্শনিক
সম্পাদনাহুম্বোল্ট একজন দার্শনিক ছিলেন। তিনি ১৭৯১ থেকে ১৭৯২ সালে দ্য লিমিট্স অফ স্টেট অ্যাকশন রচনা করেন। বইটি তার জীবদ্দশায় প্রকাশিত হয় নি। তারঁর মৃত্যুর পর ১৮৫০ সালে বইটি প্রকাশিত হয়। এটি আলোকিত যুগের একটি যুগান্তকারী বই। বইটি জন স্টুয়ার্ট মিলকে প্রভাবিত করে, যা মিলের প্রবন্ধ অন লিবার্টিতে হুম্বোল্টের চিন্তাসমূহ ইংরেজি ভাষায় পাওয়া যায়। হুম্বোল্টের রোমের বাড়িটি সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবং তা চালাতেন শার্লট হুম্বোল্ট।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ David Kenosian: "Fichtean Elements in Wilhelm von Humboldt's Philosophy of Language", in: Daniel Breazeale, Tom Rockmore (ed.), Fichte, German Idealism, and Early Romanticism, Rodopi, 2010, p. 357.
- ↑ ক খ Jürgen Georg Backhaus (ed.), The University According to Humboldt: History, Policy, and Future Possibilities, Springer, 2015, p. 58.
- ↑ Michael N. Forster, After Herder: Philosophy of Language in the German Tradition, Oxford University Press, 2010, p. 9.
- ↑ Hermann Klencke, Gustav Schlesier, Lives of the brothers Humboldt, Alexander and William। New York, 1853:13।
- ↑ "Wilhelm von Humboldt"। Stanford Encyclopedia of Philosophy। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৭।
- ↑ "Wilhelm von Humboldt and Georg Zoëga, 1804-1805"। Thorvaldsens Museum। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৭।