অঘোষ পশ্চাদ্দন্তমূলীয় উষ্মধ্বনি
(Voiceless postalveolar fricative থেকে পুনর্নির্দেশিত)
অঘোষ পশ্চাদ্দন্তমূলীয় ঊষ্মধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনধ্বনিটা বিশ্বের অনেকগুলো কথ্য ভাষায় ধ্বনিমূলক হিসাবে ব্যবহার করা হয়।
আইপিএতে [ʃ]
বাংলা লিপিতে শ্ যেমন "শিক্ষা", "আশা", "দেশ", ইত্যাদি।
বাংলা বর্ণমালায় যদিও "শ" বর্ণটি "তালব্য শ" নামে পরিচিত, বর্তমান বাংলা ভাষায় এই বর্ণের উচ্চারণ হল পশ্চাদ্দন্তমূলীয়। বর্তমান বাংলায় "স" ও "ষ" বর্ণগুলোও "শ" বর্ণের মত পশ্চাদ্দন্তমূলীয়স্থানে উচ্চারিত হয়, যেমন "সাগর", "আসা", "চাষ", ইত্যাদি।