বিনীত কুলকার্নি

ভারতীয় ক্রিকেট আম্পায়ার
(Vineet Kulkarni থেকে পুনর্নির্দেশিত)

বিনীত অনিল কুলকার্নি (মারাঠি: विनित कुलकर्णी; জন্ম: ৬ অক্টোবর, ১৯৭৯) পুনে এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় ক্রিকেট আম্পায়ার। ২০০৯ সালে লিস্ট এ ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষিক্ত হন তিনি। একই বছরে প্রথম-শ্রেণীর ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার। বর্তমানে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকায় অন্যতম সদস্য হিসেবে রয়েছেন।[] ২০১৩ সাল থেকে এ পর্যন্ত নয়টি একদিনের আন্তর্জাতিকে খেলা পরিচালনা করেছেন।[]

বিনীত কুলকার্নি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
বিনীত অনিল কুলকার্নি
জন্ম (1979-10-06) ৬ অক্টোবর ১৯৭৯ (বয়স ৪৫)
পুনে, মহারাষ্ট্র, ভারত
ভূমিকাআম্পায়ার
আম্পায়ারিং তথ্য
ওডিআই আম্পায়ার৯ (২০১৩–২০১৪)
এফসি আম্পায়ার১৩ (২০০৯–বর্তমান)
এলএ আম্পায়ার১০ (২০০৯–বর্তমান)
উৎস: ESPNCricinfo, ১৪ সেপ্টেম্বর ২০১২

ব্যক্তিগত জীবনে অ্যাডভোকেট অনিল কুলকার্নি ও মিসেস অশ্বিনী কুলকার্নি’র সন্তান তিনি। পুনে বিশ্ববিদ্যালয় থেকে অর্গ্যানিক কেমিস্ট্রি বিষয়ে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। অনিকেত নামে তার এক ভাই রয়েছে। স্বপ্না নাম্নী এক রমণীকে বিয়ে করেন ও তাদের নিশাদ নামে এক পুত্র সন্তান রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Vineet Kulkarni"CricketArchive। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১২ 
  2. "Vineet Kulkarni"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৪ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা