উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন
উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন (উজবেক: Oʻzbekiston futbol assotsiatsiyasi, রুশ: Футбольная ассоциация Узбекистана, ইংরেজি: Uzbekistan Football Association; এছাড়াও সংক্ষেপে ইউএফএ নামে পরিচিত) হচ্ছে উজবেকিস্তানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪৮ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে অবস্থিত।
এএফসি | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৪৬[১] |
সদর দপ্তর | তাশখন্দ, উজবেকিস্তান |
ফিফা অধিভুক্তি | ১৯৯৪[১] |
এএফসি অধিভুক্তি |
|
সভাপতি | আব্দুলসালম আজিজভ |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | ufa |
এই সংস্থাটি উজবেকিস্তানের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে উজবেকিস্তান সুপার লীগ এবং উজবেকিস্তান কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আব্দুলসালম আজিজভ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আভাজ মাকসুমভ।
কর্মকর্তা
সম্পাদনা- ২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | আব্দুলসালম আজিজভ |
জ্যেষ্ঠ সহ-সভাপতি | রভশান ইরমাতভ |
সহ-সভাপতি | মুখিদ্দিন জুরায়েভ |
শাকরাম খোলমাতভ | |
সাধারণ সম্পাদক | আভাজ মাকসুমভ |
কোষাধ্যক্ষ | ওলিম সালিখভ |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | জখিরিয়ন আকরামখনভ |
প্রযুক্তিগত পরিচালক | |
ফুটসাল সমন্বয়কারী | আলিশার মুমিনভ |
জাতীয় দলের কোচ (পুরুষ) | ভাদিম আব্রামভ |
জাতীয় দলের কোচ (নারী) | বাখরম নোরসাফারভ |
রেফারি সমন্বয়কারী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৩ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "AFC membership reaches 44"। New Straits Times (Google News Archive)। ৩০ এপ্রিল ১৯৯৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ নভেম্বর ২০১৭ তারিখে (ইংরেজি)
- এএফসি-এ উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)
টেমপ্লেট:উজবেকিস্তান-এ ফুটবল টেমপ্লেট:উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন