শেরিং তোবগে

ভুটানী রাজনীতিবিদ
(Tshering Tobgay থেকে পুনর্নির্দেশিত)

শেরিং তবগে (ইংরেজি: Tshering Tobgay; জন্ম: ১৯ সেপ্টেম্বর, ১৯৬৫) হা জেলায় জন্মগ্রহণকারী ভুটানের বিশিষ্ট রাজনীতিবিদ। ৩০ জুলাই ২০১৩ তারিখ থেকে তিনি ভুটানের বর্তমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি পিপল’স ডেমোক্র্যাটিক পার্টির দলনেতার ভূমিকা পালন করছেন।[] তিনি এ দলের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। দলটি ভুটানের প্রথম নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে পরিচিত।

শেরিং তোবগে
ভুটানের প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
৩০ জুলাই, ২০১৩ – ৯ আগস্ট,২০১৮
সার্বভৌম শাসকজিগমে খেসার নামগিয়েল
ওয়াংচুক
পূর্বসূরীজিগমে থিনলে
উত্তরসূরীলোটে শেরিং
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1965-09-19) ১৯ সেপ্টেম্বর ১৯৬৫ (বয়স ৫৯)
হা, ভুটান
রাজনৈতিক দলপিপল’স ডেমোক্র্যাটিক পার্টি

কর্মজীবন

সম্পাদনা

১৯৯০ সালে পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের সোয়ানসন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রী পাশ করেন। এরপর ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। রাজনীতিতে প্রবেশের পূর্বে তিনি সরকারী চাকুরে ছিলেন। ১৯৯১ সালে শিক্ষা বিভাগের অধীনে কারিগরী ও শিক্ষায় কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত জাতীয় কারিগরী প্রশিক্ষণ কর্তৃপক্ষের প্রধান ছিলেন তিনি। এছাড়াও, ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত শ্রম ও মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় কারিগরী প্রশিক্ষণ কর্তৃপক্ষের পরিচালক ছিলেন তিনি।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Opposition leader voices concerns"Kuensel। ২ আগস্ট ২০০৮। ১৯ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১১ 
  2. "President"। People's Democratic Party। ২৯ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৭, ২০১৩ 
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
জিগমে থিনলে
ভুটানের প্রধানমন্ত্রী
২০১৩-বর্তমান
নির্ধারিত হয়নি