টমাস ট্রান্সট্রোমার

সাহিত্যে নোবেল পুরষ্কার বিজয়ী
(Tomas Tranströmer থেকে পুনর্নির্দেশিত)

টমাস ট্রান্সট্রোমার (সুয়েডীয় ভাষায়: Tomas Tranströmer) (জন্ম: ১৫ই এপ্রিল, ১৯৩১) বিংশ শতাব্দীর অন্যতম প্রধান সুয়েডীয় কবি, লেখক ও অনুবাদক। সুইডেন সহ সারা বিশ্বের সমসাময়িক কাব্যজগতে তার প্রভাব গভীর। ১৯৩১ খ্রিষ্টাব্দের ১৫ এপ্রিল তার জন্ম হয় স্টকহম শহরে। ১৯৯০-এ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তার বাকযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, কিন্তু তার লেখালেখি অব্যাহত থাকে। মধ্য ১৯৯০ থেকে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছেন। অনুমান করা হচ্ছিল যে, ২০১০ খ্রিষ্টাব্দে কবিতার জন্য নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা তারই সর্বাধিক।[] পেশায় তিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন। অবশেষে ২০১১ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান।

টমাস ট্রান্সটোমার, স্টকহোম, ২৯ জুন, ২০০৮
ট্রান্সট্রোমার এবং বার্ব্রো লিন্ডগ্রেন, ২০১৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় ৩০ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত নিবন্ধ

বহিঃসংযোগ

সম্পাদনা