টম গ্রেভেনি
টমাস উইলিয়াম গ্রেভেনি, ওবিই (ইংরেজি: Tom Graveney; জন্ম: ১৬ জুন, ১৯২৭ - মৃত্যু: ৩ নভেম্বর, ২০১৫) নর্দাম্বারল্যান্ডের রাইডিং মিল এলাকায় জন্মগ্রহণকারী ইংল্যান্ডের বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। এছাড়াও মেরিলেবোন ক্রিকেট ক্লাবের পক্ষে ২০০৪-০৫ মৌসুমে সভাপতির দায়িত্ব পালন করেন।[১] ইংল্যান্ড ক্রিকেট দলে খেলার পাশাপাশি গ্লুচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ব্যাটসম্যান হিসেবে ভূমিকা রেখেছেন টম গ্রেভেনি।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | টমাস উইলিয়াম গ্রেভেনি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | রাইডিং মিল, হ্যাক্সহাম, নর্দাম্বারল্যান্ড, ইংল্যান্ড, যুক্তরাজ্য | ১৬ জুন ১৯২৭||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ৩ নভেম্বর ২০১৫ | (বয়স ৮৮)||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | লং টম | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি লেগ ব্রেক | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান, অধিনায়ক, ধারাভাষ্যকার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | কেন গ্রেভেনি (ভাই), ডেভিড গ্রেভেনি (ভাইপো) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৩৫৮) | ৫ জুলাই ১৯৫১ বনাম দক্ষিণ আফ্রিকা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১২ জুন ১৯৬৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৪৮-৬০ | গ্লুচেস্টারশায়ার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৬১-৭০ | ওরচেস্টারশায়ার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৭০-৭২ | কুইন্সল্যান্ড বুলস | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ৪ নভেম্বর ২০১৫ |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাব্রিস্টল গ্রামার স্কুলে অধ্যয়ন করেন। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের সাবেক দল নির্বাচক ডেভিড গ্রেভেনি তার কাকা।[২] এছাড়াও, কেন গ্রেভেনি সম্পর্কে তার ভাই হন।
কাউন্টি ক্রিকেটে গ্লুচেস্টারশায়ার ও ওরচেস্টারশায়ারের পক্ষে খেলেন। তন্মধ্যে ১৯৫৯-৬০[৩] ও ১৯৬৮-৭০ মৌসুমে গ্লুচেস্টারশায়ার ও ওরচেস্টারশায়ারের অধিনায়কত্ব করেন তিনি।
তিনি তার সময়কালে অন্যতম শীর্ষস্থানীয় প্রথিতযশা খেলোয়াড় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গ্লুচেস্টারশায়ারের পক্ষে খেলোয়াড়ী জীবন শুরু করেন। ১৯৬১ সালে ওরচেস্টারশায়ারের পক্ষে খেলেন ও পরবর্তীকালে ক্লাবের অধিনায়কের দায়িত্ব পান। ১৯৭০ সালে কাউন্টি ক্রিকেট ত্যাগ করে কুইন্সল্যান্ডের পক্ষে খেলোয়াড়সহ কোচের ভূমিকায় অবতীর্ণ হন।[৩] কিন্তু তেমন সুবিধা করতে না পারায় ১৯৭২ সালে অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডে প্রত্যাবর্তন করেন।[৩]
খেলোয়াড়ী জীবন
সম্পাদনাসমগ্র খেলোয়াড়ী জীবনে ৭৯ টেস্টে ইংল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নেন। কলিন কাউড্রের অনুপস্থিতিতে ১৯৬৮ সালে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।[১] অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলিতে অনুষ্ঠিত ৪র্থ টেস্টটি ড্রয়ে পরিণত হয়।
১৯৫০-এর দশকে নিয়মিতভাবে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেন। ১৯৫১ থেকে ১৯৫৮ মেয়াদে নিজ দেশে অনুষ্ঠিত প্রত্যেক টেস্ট সিরিজের কমপক্ষে একটি খেলায় অংশ নিয়েছেন। ১৯৫১-৫২ মৌসুমে দীর্ঘকালীন ভারত সফরে যান। অস্ট্রেলিয়ায় তিনবার ও ওয়েস্ট ইন্ডিজে দুইবার সফর করেন। ১৯৫৪-৫৫ মৌসুমে ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে ব্যাটিং গড়ে শীর্ষে ছিলেন। চূড়ান্ত টেস্টে ইয়ান জনসন ইংল্যান্ডকে ব্যাটিংয়ে নামালে তিনি ব্যাটিং উদ্বোধনে নামেন। আড়াই ঘণ্টায় ১১১ রান তুলেন তিনি। পূর্ববর্তী বছর দূর্বল ক্রীড়াশৈলী প্রদর্শন ও ১৯৫৮-৫৯ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে খেলার দূর্বলতার কারণে দল থেকে বাদ পড়েন।[১] দীর্ঘ তিন বছর দলের বাইরে থাকার পর ১৯৬৬ সালে লর্ডসে পুনরায় দলের সদস্য হন। ১৯৬৮-৬৯ মৌসুমে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সহঃ অধিনায়কের দায়িত্ব পান। এ দায়িত্বে তিনি তিন বছর ছিলন।[২] ১৯৬৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বিশ্রামের দিনে সুবিধামূলক খেলায় অংশ নেন ও ৭৫ রান তোলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে সাময়িকভাবে দলের বাইরে রাখা হয়। এরপর তিনি আর খেলায় অংশ নেননি।
ব্যক্তিগত জীবন
সম্পাদনা৯ জুলাই, ২০০৯ তারিখে তাকে আইসিসি ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।[৪] ৩ নভেম্বর, ২০১৫ তারিখে তার দেহাবসান ঘটে।[১][২][৩] তার ভাই ৯ দিন পূর্বে মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "Tom Graveney, cricketer – obituary"। The Daily Telegraph। ৩ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫।
- ↑ ক খ গ "Tom Graveney"। The Times। ৪ নভেম্বর ২০১৫। পৃষ্ঠা 60।
- ↑ ক খ গ ঘ ঙ Berry, Scyld (৩ নভেম্বর ২০১৫)। "Tom Graveney: The majestic batsman who stood out even in game's golden age"। The Daily Telegraph। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫।
- ↑ "Ex-England aces dominate ICC list"। BBC Sport। ২ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে টম গ্রেভেনি (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে টম গ্রেভেনি (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
ক্রীড়া অবস্থান | ||
---|---|---|
পূর্বসূরী জর্জ ইমেট |
গ্লুচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের অধিনায়ক ১৯৫৯-৬০ |
উত্তরসূরী টম পাগ |
পূর্বসূরী ডন কেনিয়ন |
ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের অধিনায়ক ১৯৬৮-৭০ |
উত্তরসূরী নরম্যান গিফোর্ড |