শুক্রাশয়
(Testis থেকে পুনর্নির্দেশিত)
শুক্রাশয় (ইংরেজি testicle বা testis, অর্থাৎ পৌরুষের সাক্ষী) মেরুদণ্ডী প্রাণীদের পুংজননকোষ বা শুক্রাণু ও পুরুষ হরমোন টেস্টোস্টেরন উৎপাদনকারী অঙ্গ। স্ত্রী-প্রাণীতে এটির সদৃশ অঙ্গটি হল ডিম্বাশয়। এটি একই সাথে প্রজননতন্ত্র এবং অন্তঃক্ষরাতন্ত্রের অংশ।
Testicle | |
---|---|
বিস্তারিত | |
ধমনী | টেস্টিকুলার ধমনী |
শিরা | টেস্টিকুলার শিরা, প্যামপিনিফর্ম প্লেক্সাস |
স্নায়ু | স্পারমাটিক প্লেক্সাস |
লসিকা | লাম্বার লসিকানালী |
শনাক্তকারী | |
লাতিন | testis |
মে-এসএইচ | D013737 |
টিএ৯৮ | A09.3.01.001 |
টিএ২ | 3576 |
এফএমএ | FMA:7210 |
শারীরস্থান পরিভাষা |
সম্মুখস্থিত পিটুইটারি গ্রন্থি শুক্রাশয়ের কাজ নিয়ন্ত্রণ করে। পিটুইটারি থেকে আগত লুটেনীকরণ হরমোন শুক্রাশয়কে টেস্টস্টেরোন নিঃসরণে উদ্দীপিত করে। আবার টেস্টস্টেরন এবং ফলিকল-উদ্দীপক হরমোনের উপস্থিতি ছাড়া শুক্রাণু উৎপাদন সম্ভব নয়। পশুদের নিয়ে গবেষণাতে দেখা গেছে যে যদি শুক্রাশয় খুব বেশি বা খুব কম পরিমাণ এস্ট্রোজেন হরমোনের সংস্পর্শে আসে, তবে শুক্রাণু উৎপাদন এমন পর্যায়ে ব্যহত হতে পারে যে পুরুষ প্রাণীটি অনুর্বর হয়ে যেতে পারে।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Sierens, J. E.; Sneddon, S. F.; Collins, F.; Millar, M. R.; Saunders, P. T. (২০০৫)। "Estrogens in Testis Biology"। Annals of the New York Academy of Sciences। 1061: 65–76। ডিওআই:10.1196/annals.1336.008। পিএমআইডি 16467258।
চিকিৎসা বিজ্ঞান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |