প্লাঙ্কেট শীল্ড
প্লাঙ্কেট শীল্ড (ইংরেজি: Plunket Shield) নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেট চ্যাম্পিয়নশীপবিশেষ। এ প্রতিযোগিতাটি ১৯০৬-০৭ মৌসুম থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। বিভিন্ন সময়ে নাম পরিবর্তন হলেও বর্তমানে এটি প্লাঙ্কেট শীল্ড নামে পরিচিত যা ২০০৯-১০ মৌসুম থেকে শুরুরদিকের নামে নিয়ে যায়।[১]
প্লাঙ্কেট শীল্ড | |
---|---|
দেশ | নিউজিল্যান্ড |
ব্যবস্থাপক | নিউজিল্যান্ড ক্রিকেট |
খেলার ধরন | প্রথম-শ্রেণীর ক্রিকেট |
প্রথম টুর্নামেন্ট | ১৯০৬–০৭ |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
দলের সংখ্যা | ৬ |
বর্তমান চ্যাম্পিয়ন | ক্যান্টারবারি ডিস্ট্রিক্টস (২০তম শিরোপা) |
সর্বাধিক সফল | অকল্যান্ড (২৩টি শিরোপা) |
সর্বাধিক রান | ক্রেগ কামিং (৬,৫৮৯) |
সর্বাধিক উইকেট | স্টিফেন বুক (৩৯৯) |
২০২১-২২ প্লাঙ্কেট শীল্ড মৌসুম |
ইতিহাস
সম্পাদনা১৯০৬ সালে এ প্রতিযোগিতার সূত্রপাত ঘটে। নিউজিল্যান্ডের তৎকালীন গভর্নর-জেনারেল উইলিয়াম প্লাঙ্কেট, ৫ম ব্যারন প্লাঙ্কেট শীল্ড দান করেন। শুরুর দিকের বছরগুলোয় এ প্রতিযোগিতায় সেরা দল নির্বাচনের জন্য খেলা আয়োজনের ব্যবস্থা করা হয়। অকল্যান্ড, ওয়েলিংটন, ক্যান্টারবারি, ওতাগো ও হকস বে - এ পাঁচটি প্রাদেশিক ক্রিকেট সংস্থা অংশগ্রহণ করতো। তন্মধ্যে হকস বে কেবলমাত্র দুইবার অংশ নেয়। প্রতিযোগিতার প্রথম শিরোপাধারী দল ছিল ক্যান্টারবারি। ১৯২১-২২ মৌসুমে দলগুলো একে-অপরের বিপক্ষে একবার রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলতো। তবে, প্রথম-শ্রেণীর মর্যাদা না থাকায় হকস বে খেলতে পারেনি। ১৯৫০-৫১ মৌসুমে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ও ১৯৫৬-৫৭ মৌসুমে নর্দার্ন ডিস্ট্রিক্টস এ প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হয়।
১৯৭৪-৭৫ মৌসুমে শেল অয়েল প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ছিল। ফলে নতুন ট্রফির প্রবর্তন করা হয়। এ সময়ে খেলাগুলো তিনদিনব্যাপী অনুষ্ঠিত হয়। প্রথম ইনিংসে ওভারের সীমাবদ্ধতা ছিল। পরবর্তী বছরগুলোয় এ পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ ঘটানো হয়। দ্বিতীয় রাউন্ডে পদ্ধতির সঙ্কোচন ঘটানো হয়, বোনাস পয়েন্টের ব্যবস্থা রাখা হয় ও নক-আউট ফাইনাল হয়।
২০০১-০২ মৌসুমে পূর্বতন পদ্ধতির বিলুপ্তি ঘটানো হয় ও পৃষ্ঠপোষক সংস্থার পরিবর্তন হয়। স্টেট নামে পরিচিত স্টেট ইন্স্যুরেন্স শেল অয়েলের স্থলাভিষিক্ত হয়। প্রতিযোগিতার নাম পুণঃনামাঙ্কিত হয়ে নতুন পৃষ্ঠপোষক সংস্থার নামে পরিচিতি পায়। নিউজিল্যান্ডে রাজনৈতিকভাবে স্টেট পরিভাষা না থাকায় প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে স্টেট চ্যাম্পিয়নশীপ রাখা হয়।
স্টেট ইন্স্যুরেন্স তাদের সম্প্রচারস্বত্ত্ব প্রত্যাহার করে নিলে ২০০৯-১০ মৌসুমে প্লাঙ্কেট শীল্ড পুনরায় বহাল হয়। নিউজিল্যান্ড ক্রিকেট জানায় যে, নামের অধিকার আর বিক্রয়যোগ্য নয় ও বাদ-বাকী সময়ে প্লাঙ্কেট শীল্ড নামেই পরিচিতি পাবে।[২] চূড়ান্ত খেলা আয়োজনের প্রথাও বিলুপ্ত করা হয়। এরফলে দ্বৈত রাউন্ড-রবিন প্রতিযোগিতা শেষে শীর্ষস্থানীয় দলের পয়েন্ট সংখ্যা অনুযায়ী প্রতিযোগিতার শিরোপা প্রদান করা হবে।
সময়সীমা
সম্পাদনানভেম্বর থেকে এপ্রিলের শুরুর দিক পর্যন্ত প্রত্যেক প্রাদেশিক দল একবার রাউন্ড-রবিন সিরিজের অংশ হিসেবে ৪-দিনের খেলায় একে-অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিদিন ৬.৫ ঘণ্টায় ১১২ ওভারের লক্ষ্যমাত্রা খেলার জন্য নির্ধারণ করা হয়। খেলার ফলাফলের উপর পয়েন্ট প্রদানের ব্যবস্থা রাখা হয়। শীর্ষ দুই দল এপ্রিলের শুরুতে ৫-দিনের চূড়ান্ত খেলায় মুখোমুখি হয়।
সীমিত ৫০ ওভারের প্রতিযোগিতাটি স্টেট শীল্ড নামে পরিচিত। ডিসেম্বরের শেষদিক থেকে শুরু হয়ে জানুয়ারির শেষদিক পর্যন্ত প্রতিযোগিতাটি চলমান থাকে। সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হয়।
২০০৬ সালে টুয়েন্টি২০ প্রাদেশিক প্রতিযোগিতার প্রচলন হয়। এক মাসেরও বেশি সময় নিয়ে ফেব্রুয়ারি ও মার্চের শুরুরদিকে চলমান থাকে। শীর্ষ দুই দল চূড়ান্ত খেলায় অবতীর্ণ হয়। এ প্রতিযোগিতাটি স্টেট টুয়েন্টি২০ নামে পরিচিত।
অংশগ্রহণকারী দল
সম্পাদনাদল | অন্তর্ভুক্তি | সাম্প্রতিক শিরোপা | শিরোপা সংখ্যা (১৯২১–২২ মৌসুম থেকে) |
---|---|---|---|
অকল্যান্ড এইসেস (অকল্যান্ড) | ১৯০৬/০৭ | ২০১৫/১৬ | ২৩ |
ওয়েলিংটন ফায়ারবার্ডস (ওয়েলিংটন) | ১৯০৬/০৭ | ২০০৩/০৪ | ২০ |
ক্যান্টারবারি উইজার্ডস (ক্যান্টারবারি) | ১৯০৬/০৭ | ২০১৬/১৭ | ১৯ |
ওতাগো ভোল্টস (ওতাগো/সাউথল্যান্ড) | ১৯০৬/০৭ | ১৯৮৭/৮৮ | ১৩ |
হকস বে (হকস বে) | ১৯১৪/১৫ – ১৯২০/২১ | ০ | |
সেন্ট্রাল ডিস্ট্রিক্টস স্ট্যাগস (হকস বে/টারানাকি/মানাওয়াতো/নেলসন/মার্লবোরা) | ১৯৫০/৫১ | ২০১২/১৩ | ৯ |
নর্দার্ন ডিস্ট্রিক্টস (নর্থল্যান্ড/বে অব প্লেন্টি/ওয়াইকাতো/জিসবর্ন) | ১৯৫৬/৫৭ | ২০১১/১২ | ৮ |
পয়েন্ট ব্যবস্থাপনা
সম্পাদনামৌসুমের প্রত্যেক খেলা শেষে পয়েন্ট বরাদ্দ করা হয়। চূড়ান্ত খেলা না থাকলে সর্বাধিকসংখ্যক পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। ২০১১-১২ মৌসুমের পয়েন্ট পদ্ধতি নিম্নরূপ ছিল:
- জয়: ১২ পয়েন্ট
- পরাজয়: ০ পয়েন্ট
- ড্র: ০ পয়েন্ট
- টাই: ৬ পয়েন্ট
বিজয়ী দলের তালিকা
সম্পাদনাপ্রতিযোগিতা শুরু থেকে ১৯২১-২২ মৌসুম পর্যন্ত দাবী নিষ্পত্তিমূলক খেলায় শিরোপাধারী দল:
- ১৯০৬–০৭ – ক্যান্টারবারি
- ১৯০৭–০৮ – অকল্যান্ড
- ১৯০৮–০৯ – অকল্যান্ড
- ১৯০৯–১০ – অকল্যান্ড
- ১৯১০–১১ – ক্যান্টারবারি
- ১৯১১–১২ – অকল্যান্ড
- ১৯১২–১৩ – ক্যান্টারবারি
- ১৯১৩–১৪ – ক্যান্টারবারি
- ১৯১৪–১৫ – ক্যান্টারবারি
- ১৯১৫–১৮ – প্রথম বিশ্বযুদ্ধের কারণে খেলা হয়নি
- ১৯১৮–১৯ – ওয়েলিংটন (ডিসেম্বর, ১৯১৮ থেকে জানুয়ারি, ১৯১৯) ও ক্যান্টারবারি (জানুয়ারি, ১৯১৯ থেকে)
- ১৯১৯–২০ – অকল্যান্ড
- ১৯২০–২১ – ওয়েলিংটন
মৌসুম | বিজয়ী | রানার-আপ |
---|---|---|
১৯২১–২২ | অকল্যান্ড | ওয়েলিংটন |
১৯২২–২৩ | ক্যান্টারবারি | ওয়েলিংটন |
১৯২৩–২৪ | ওয়েলিংটন | অকল্যান্ড |
১৯২৪–২৫ | ওতাগো | ক্যান্টারবারি |
১৯২৫–২৬ | ওয়েলিংটন | অকল্যান্ড |
১৯২৬–২৭ | অকল্যান্ড | ওয়েলিংটন |
১৯২৭–২৮ | ওয়েলিংটন | ক্যান্টারবারি |
১৯২৮–২৯ | অকল্যান্ড | ওয়েলিংটন |
১৯২৯–৩০ | ওয়েলিংটন | অকল্যান্ড |
১৯৩০–৩১ | ক্যান্টারবারি | অকল্যান্ড |
১৯৩১–৩২ | ওয়েলিংটন | ক্যান্টারবারি |
১৯৩২–৩৩ | ওতাগো | ক্যান্টারবারি |
১৯৩৩–৩৪ | অকল্যান্ড | ওতাগো |
১৯৩৪–৩৫ | ক্যান্টারবারি | অকল্যান্ড |
১৯৩৫–৩৬ | ওয়েলিংটন | অকল্যান্ড |
১৯৩৬–৩৭ | অকল্যান্ড | ওতাগো |
১৯৩৭–৩৮ | অকল্যান্ড | ওতাগো |
১৯৩৮–৩৯ | অকল্যান্ড | ক্যান্টারবারি |
১৯৩৯–৪০ | অকল্যান্ড | ক্যান্টারবারি |
১৯৪০–৪৫ | দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কোন খেলা হয়নি | |
১৯৪৫–৪৬ | ক্যান্টারবারি | অকল্যান্ড |
১৯৪৬–৪৭ | অকল্যান্ড | ওয়েলিংটন |
১৯৪৭–৪৮ | ওতাগো | ক্যান্টারবারি |
১৯৪৮–৪৯ | ক্যান্টারবারি | ওতাগো |
১৯৪৯–৫০ | ওয়েলিংটন | ক্যান্টারবারি |
১৯৫০–৫১ | ওতাগো | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস |
১৯৫১–৫২ | ক্যান্টারবারি | অকল্যান্ড |
১৯৫২–৫৩ | ওতাগো | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস |
১৯৫৩–৫৪ | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস | অকল্যান্ড |
১৯৫৪–৫৫ | ওয়েলিংটন | ক্যান্টারবারি |
১৯৫৫–৫৬ | ক্যান্টারবারি | অকল্যান্ড |
১৯৫৬–৫৭ | ওয়েলিংটন | ওতাগো |
১৯৫৭–৫৮ | ওতাগো | অকল্যান্ড |
১৯৫৮–৫৯ | অকল্যান্ড | ওতাগো |
১৯৫৯–৬০ | ক্যান্টারবারি | ওতাগো |
১৯৬০–৬১ | ওয়েলিংটন | ক্যান্টারবারি |
১৯৬১–৬২ | ওয়েলিংটন | অকল্যান্ড |
১৯৬২–৬৩ | নর্দার্ন ডিস্ট্রিক্টস | ওয়েলিংটন |
১৯৬৩–৬৪ | অকল্যান্ড | ওয়েলিংটন |
১৯৬৪–৬৫ | ক্যান্টারবারি | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস |
১৯৬৫–৬৬ | ওয়েলিংটন | ক্যান্টারবারি |
১৯৬৬–৬৭ | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস | ক্যান্টারবারি |
১৯৬৭–৬৮ | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস | ক্যান্টারবারি |
১৯৬৮–৬৯ | অকল্যান্ড | ক্যান্টারবারি |
১৯৬৯–৭০ | ওতাগো | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস |
১৯৭০–৭১ | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস | ওয়েলিংটন |
১৯৭১–৭২ | ওতাগো | অকল্যান্ড |
১৯৭২–৭৩ | ওয়েলিংটন | অকল্যান্ড |
১৯৭৩–৭৪ | ওয়েলিংটন | ক্যান্টারবারি |
১৯৭৪–৭৫ | ওতাগো | ক্যান্টারবারি |
১৯৭৫–৭৬ | ক্যান্টারবারি | ওতাগো |
১৯৭৬–৭৭ | ওতাগো | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস |
১৯৭৭–৭৮ | অকল্যান্ড | ক্যান্টারবারি |
১৯৭৮–৭৯ | ওতাগো | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস |
১৯৭৯–৮০ | নর্দার্ন ডিস্ট্রিক্টস | ওয়েলিংটন |
১৯৮০–৮১ | অকল্যান্ড | ক্যান্টারবারি |
১৯৮১–৮২ | ওয়েলিংটন | নর্দার্ন ডিস্ট্রিক্টস |
১৯৮২–৮৩ | ওয়েলিংটন | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস |
১৯৮৩–৮৪ | ক্যান্টারবারি | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস |
১৯৮৪–৮৫ | ওয়েলিংটন | অকল্যান্ড |
১৯৮৫–৮৬ | ওতাগো | অকল্যান্ড |
১৯৮৬–৮৭ | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস | ওতাগো |
১৯৮৭–৮৮ | ওতাগো | অকল্যান্ড |
১৯৮৮–৮৯ | অকল্যান্ড | ওয়েলিংটন |
১৯৮৯–৯০ | ওয়েলিংটন | ক্যান্টারবারি |
১৯৯০–৯১ | অকল্যান্ড | ক্যান্টারবারি |
১৯৯১–৯২ | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ও নর্দার্ন ডিস্ট্রিক্টস | |
১৯৯২–৯৩ | নর্দার্ন ডিস্ট্রিক্টস | ওতাগো |
১৯৯৩–৯৪ | ক্যান্টারবারি | অকল্যান্ড |
১৯৯৪–৯৫ | অকল্যান্ড | ওয়েলিংটন |
১৯৯৫–৯৬ | অকল্যান্ড | ওয়েলিংটন |
১৯৯৬–৯৭ | ক্যান্টারবারি | ওতাগো |
১৯৯৭–৯৮ | ক্যান্টারবারি | নর্দার্ন ডিস্ট্রিক্টস |
১৯৯৮–৯৯ | সেন্ট্রাল স্ট্যাগস | ওতাগো ভোল্টস |
১৯৯৯–০০ | নর্দার্ন ডিস্ট্রিক্টস | অকল্যান্ড এইসেস |
২০০০–০১ | ওয়েলিংটন ফায়ারবার্ডস | নর্দার্ন ডিস্ট্রিক্টস |
২০০১–০২ | অকল্যান্ড এইসেস | ওয়েলিংটন ফায়ারবার্ডস |
২০০২–০৩ | অকল্যান্ড এইসেস | ওয়েলিংটন ফায়ারবার্ডস |
২০০৩–০৪ | ওয়েলিংটন ফায়ারবার্ডস | ক্যান্টারবারি উইজার্ডস |
২০০৪–০৫ | অকল্যান্ড এইসেস | ওয়েলিংটন ফায়ারবার্ডস |
২০০৫–০৬ | সেন্ট্রাল স্ট্যাগস | ওয়েলিংটন ফায়ারবার্ডস |
২০০৬–০৭ | নর্দার্ন ডিস্ট্রিক্টস | ক্যান্টারবারি উইজার্ডস |
২০০৭–০৮ | ক্যান্টারবারি উইজার্ডস | ওয়েলিংটন ফায়ারবার্ডস |
২০০৮–০৯ | অকল্যান্ড এইসেস | সেন্ট্রাল স্ট্যাগস |
২০০৯–১০ | নর্দার্ন ডিস্ট্রিক্টস | ক্যান্টারবারি উইজার্ডস |
২০১০–১১ | ক্যান্টারবারি উইজার্ডস | ওতাগো ভোল্টস |
২০১১–১২ | নর্দার্ন ডিস্ট্রিক্টস | সেন্ট্রাল স্ট্যাগস |
২০১২–১৩ | সেন্ট্রাল স্ট্যাগস | ওতাগো ভোল্টস |
২০১৩–১৪ | ক্যান্টারবারি উইজার্ডস | ওতাগো ভোল্টস |
২০১৪–১৫ | ক্যান্টারবারি উইজার্ডস | অকল্যান্ড এইসেস |
২০১৫–১৬ | অকল্যান্ড এইসেস | ক্যান্টারবারি |
২০১৬–১৭ | ক্যান্টারবারি উইজার্ডস | নর্দার্ন ডিস্ট্রিক্টস |
২০১৭–১৮ | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস | ওয়েলিংটন |
২০১৮–১৯ | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস | ক্যান্টারবারি |
২০১৯-২০ | ওয়েলিংটন | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস |
২০২০-২১ | ক্যান্টারবারি | নর্দার্ন ডিস্ট্রিক্টস |
২০২১-২২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Plunket Shield returns as premier domestic first-class trophy"। New Zealand Cricket। ২০ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১০।
- ↑ "New Zealand bring back Plunket Shield"। Cricinfo.com। ৪ নভেম্বর ২০০৯।