সুফি খাদিম আলি পাশা

(Sofu Hadım Ali Pasha থেকে পুনর্নির্দেশিত)

খাদিম আলি পাশা (এছাড়াও সোফু আলি পাশা বা সুফি আলি পাশা নামে পরিচিত;[] ১৫৬০ সালের সেপ্টেম্বরে মৃত্যুবরণ করেন) ছিলেন একজন উসমানীয় গভর্নর; যিনি দিয়ারবেকির ভিলায়েত (১৫৩৭/৩৮ – ১৫৪০/৪১), বসনিয়া ভিলায়েত (১৫৫২ থেকে এপ্রিল ১৫৫৯) এবং মিশর ভিলায়েত (এপ্রিল ১৫৫৯ সেপ্টেম্বর ১৫৬০ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত)—এর উসমানীয় গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[]

১৫৬০ সালে আলি পাশা আচেহ থেকে দীর্ঘ যাত্রার পর অ্যাডমিরাল পদে সাইদি আলি রেইসের পুনঃনিযুক্তিকে অবরুদ্ধ করেন, যা রুস্তম পাশা কর্তৃক চাপ দেওয়া হয়েছিল।[] এর পরিবর্তে সেফার রেইসকে উসমানীয় সাম্রাজ্যের সমগ্র ভারত মহাসাগরীয় নৌবহরের সর্বোচ্চ কমান্ডে উন্নীত করা হয়েছিল।[]

আলি পাশা ১৫৬০ সালের সেপ্টেম্বরে মিশরের গভর্নর হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় মারা যান। তাকে কায়রোর নেক্রোপলিসে দাফন করা হয়।[] তার মৃত্যুর পর আলি পাশার উত্তরসূরিরা ওয়াকফ (উত্তরাধিকার দান) হতে ইস্তাম্বুল স্থাপত্য শৈলীতে সারাজেভোতে (যেখান থেকে তিনি বসনিয়া ভিলায়েত শাসন করতেন) আলী পাশা মসজিদ তৈরি করেছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Giancarlo Casale (২৬ জানুয়ারি ২০১০)। The Ottoman Age of Exploration। Oxford University Press। পৃষ্ঠা 110। আইএসবিএন 978-0-19-979879-7 
  2. Mehmet Süreyya (১৯৯৬) [1890], Nuri Akbayar; Seyit A. Kahraman, সম্পাদকগণ, Sicill-i Osmanî (Turkish ভাষায়), 1, Beşiktaş, Istanbul: Türkiye Kültür Bakanlığı and Türkiye Ekonomik ve Toplumsal Tarih Vakfı, পৃষ্ঠা 287, আইএসবিএন 9789753330411 
  • "The Ottomans"। Egypt State Information Service। সংগ্রহের তারিখ ২০১৩-১০-১০ 
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
ইসকেন্দার পাশা
মিশরের উসমানীয় গভর্নর
১৫৫৯–১৫৬০
উত্তরসূরী
কারা শাহিন মুস্তফা পাশা