ভগিনী গার্গী
ভগিনী গার্গী (১৯১১ – ২০০৪) ছিলেন একজন বিশিষ্ট বিবেকানন্দ-গবেষক।[১] তার পূর্বাশ্রমের নাম মেরি লুই বার্ক। ছয় খণ্ডে রচিত স্বামী বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট: নিউ ডিসকভারিজ গ্রন্থের জন্য তিনি ভারত তথা বেদান্ত-বিশেষজ্ঞ মহলে সুপরিচিত।[২]
মেরি লুই বার্ক | |
---|---|
জন্ম | ১৯১১ |
মৃত্যু | ২০০৪ |
জাতীয়তা | যুক্তরাষ্ট্রীয় |
পেশা | সন্ন্যাসিনী, লেখক |
পরিচিতির কারণ | স্বামী বিবেকানন্দ সংক্রান্ত গবেষণা |
১৯৪৮ সালে উত্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে অবস্থিত বেদান্ত সোসাইটির তদনীন্তন মঠাধ্যক্ষ স্বামী অশোকানন্দ বার্ককে রামকৃষ্ণ-বিবেকানন্দ আন্দোলন সম্পর্কে অবহিত করেন।[২] ১৯৭৪ সালে ভারতে এসে রামকৃষ্ণ সংঘে দীক্ষা গ্রহণ করেন বার্ক। তার মেধা ও গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বেদজ্ঞ পণ্ডিত গার্গীর নামানুসারে ব্রাহ্মচর্য জীবনের নামকরণ হয় ভগিনী গার্গী। ১৯৮৩ সালে রামকৃষ্ণ মিশন তার বিবেকানন্দ-সংক্রান্ত গবেষণার স্বীকৃতিস্বরূপ তার হাতে প্রথম বিবেকানন্দ পুরস্কার তুলে দেন।[২] পরে তিনি সন্ন্যাস গ্রহণ করে প্রব্রাজিকা প্রজ্ঞাপ্রাণা নামে পরিচিত হন।[১]
সাহিত্যকর্ম
সম্পাদনা- Swami Vivekananda in the West: New Discoveries।
- A Heart Poured Out: A Story of Swami Ashokananda। Kalpa Tree Press। ২০০৩। আইএসবিএন 9780970636812।
- Shafts of Light: Selected Teachings of Swami Ashokananda for Spiritual Practice। Kalpa Tree Press। ২০০৪। আইএসবিএন 9780970636836।
- Swami Trigunatita: His Life and Work। Vedanta Society of Northern California। ১৯৯৭। আইএসবিএন 9780961238834।
- Vedantic Tales। Advaita Ashram। ২০০০। আইএসবিএন 9788175051362।
- A Disciple's Journal: In the Company of Swami Ashokananda। Kalpa Tree Press। ২০০৩। আইএসবিএন 9780970636829।
আরও দেখুন
সম্পাদনাপাদটীকা
সম্পাদনা- ↑ ক খ "Sister Gargi dead"। The Hindu। ২০০৪-০১-২২। ২০১০-০৩-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৫।
- ↑ ক খ গ "About the Author"। Kalpa Tree Press। ২০০৮-০৫-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৫।