সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ

(Sistan and Baluchistan থেকে পুনর্নির্দেশিত)
সিস্তন ও বালুচেস্তন প্রদেশ
استان سيستان و بلوچستان
অবস্থান
ইরানের মানচিত্রে সিস্তন ও বালুচেস্তন প্রদেশের অবস্থান
তথ্য
প্রশাসনিক কেন্দ্র:
 • স্থানাংক:
জাহেদান
 • ২৯°২৯′৩৩″ উত্তর ৬০°৫২′০১″ পূর্ব / ২৯.৪৯২৪° উত্তর ৬০.৮৬৬৯° পূর্ব / 29.4924; 60.8669
আয়তন : 181,785বর্গকিমি
জনসংখ্যা(2005):
 • জনঘনত্ব :
2,290,076[তথ্যসূত্র প্রয়োজন]
 • 12.6/বর্গকিমি
শাহ্‌রেস্তানের সংখ্যা: 8
সময় বলয়: UTC+3:30
প্রধান ভাষাসমূহ: বেলুচি
ফার্সি
ব্রাহুই

সিস্তন ও বালুচেস্তন প্রদেশ (ফার্সি: استان سیستان و بلوچستان) ইরানের ৩০টি প্রদেশের একটি। এটি দেশের দক্ষিণ-পূর্ব অংশে, পাকিস্তান ও আফগানিস্তানের সাথে সীমান্তে অবস্থিত। জাহেদান শহর প্রদেশটির রাজধানী।

এটি ইরানের বৃহত্তম প্রদেশ। এর আয়তন ১,৮১,৭৮৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৪১ লক্ষ। এই প্রদেশের কাউন্টিগুলি হল ইরান শাহ্‌র, চাবাহার, খাশ, জাবোল, জাহেদান, সারাভান এবং নিক শাহ্‌র

এই অঞ্চলে ইরানের সংখ্যালঘু বেলুচি সুন্নী মুসলমানেরা বাস করেন।

আরও দেখুন

সম্পাদনা