সিকান্দার শাহ সুরি

শুরি সাম্রাজ্যের সুলতান
(Sikandar Shah Suri থেকে পুনর্নির্দেশিত)

সিকান্দার শাহ সুরি সুর সম্রাজ্যের ষষ্ঠ শাসক ছিলেন। সিকান্দার শাহ সুরির আসল নাম ছিলো আহমেদ খান১৫৫৫ খ্রিষ্টাব্দে হুমায়ুন তাকে পরাজিত করে পুনরায় মুঘল শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন। যুদ্ধে পরাজিত হয়ে তিনি উত্তর পাঞ্জাবের সিওয়ালিক পর্বতে পালিয়ে যান। সিকান্দার শাহ সুরি এবং তার ভাই আদিল শাহ সুরি মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং পরাজিত হয়েছিলেন।

সিকান্দার শাহ সূরী
সূরী সম্রাট
১৫৫৫
রাজত্ব১৫৫৫
পূর্বসূরিইব্রাহিম শাহ শুরি
উত্তরসূরিআদিল শাহ শুরি
জন্মসিকান্দার
মৃত্যু১৫৫৯
পূর্ণ নাম
আস সুলতান ওয়াল আজম ওয়াল খাকান আল মুকাররম সুলতানে সুর ওয়াল হিন্দ আবূ নাসির মুহাম্মদ সিকান্দার শাহ সুরী জিল্লুল্লাহ
রাজবংশসূরী সাম্রাজ্য
ধর্মসুন্নি ইসলাম


পূর্বসূরী
ইব্রাহিম শাহ শুরি
দিল্লীর শাহ
১৫৫৫
উত্তরসূরী
আদিল শাহ শুরি