শিবলাল যাদব
শিবলাল নন্দলাল যাদব (তেলুগু: శివలాల్ యాదవ్, ; জন্ম: ২৬ জানুয়ারি, ১৯৫৭) তেলেঙ্গানার হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও প্রশাসক।[১] ১৯৭৯ থেকে ১৯৮৭ সময়কালে ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | শিবলাল নন্দলাল যাদব | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ২৬ জানুয়ারি, ১৯৫৭ হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি অফ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার, প্রশাসক | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৮ নভেম্বর ২০১৮ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি অফ ব্রেক বোলিং করতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন শিবলাল যাদব।
খেলোয়াড়ী জীবন
সম্পাদনাসমগ্র খেলোয়াড়ী জীবনে ৩৫ টেস্ট ও ৭টি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণের সুযোগ ঘটে শিবলাল যাদবের। স্পিনার চতুষ্টয়ের সেঁতুবন্ধন ভেঙ্গে যাবার পর ১৯৭৯ সালে তার টেস্ট অভিষেক ঘটে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক সিরিজে অংশ নিয়ে পাঁচ টেস্টে ২৪ উইকেট দখল করেন ও শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবনকে দলের বাইরে চলে যেতে হয়। ১৯৮৭ সাল পর্যন্ত ভারত দলে নিয়মিতভাবে খেলতে থাকেন। এ পর্যায়ে রবি শাস্ত্রী ও দিলীপ দোশীকে নিয়ে নবরূপে স্পিন আক্রমণ পরিচালনা করতেন।
১৯৭৯ সালে ব্যাঙ্গালোরে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের মাধ্যমে তার অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টে ৭ উইকেট পান তিনি। পরের টেস্টে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চতুর্থ ইনিংসে অ্যালান বর্ডার, ডেভ হোয়াটমোর ও কেভিন রাইটকে আউট করে বিজয় এনে দেন। ২৭৯ রানের জয়ের লক্ষ্যমাত্রায় অস্ট্রেলিয়া দল ১২৫ রানে অল-আউট হয়। ঐ ইনিংসে ৪ উইকেটসহ খেলায় ছয় উইকেট পান তিনি।
১৯৮০-এর দশকের শুরুরদিকে সংক্ষিপ্তকালের জন্য দলের বাইরে তাকে রাখা হয়। তবে, ১৯৮৩-৮৪ মৌসুমে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফলতার সাথে দলে ফিরে আসেন। বোম্বেতে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৫/১৩১ পান। ১৯৮৫-৮৬ মৌসুমে ভারত দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ৩ টেস্টের ঐ সিরিজে ১৫ উইকেট পান তিনি। তন্মধ্যে, সিডনি টেস্টে ১১৮ রানের বিনিময়ে ৮ উইকেট পান। নাগপুরে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসে ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান ৫/৭৬ লাভ করেছিলেন। পাকিস্তানের বিপক্ষে নিজস্ব শততম টেস্ট উইকেট দখল করেন।
ক্রিকেট প্রশাসন
সম্পাদনাসাম্প্রতিককালে ভারতের সুপ্রিম কোর্ট শিবলাল যাদবকে ভারত দলের ম্যানেজার হিসেবে নামাঙ্কিত করে।[২][৩] তিনি আইপিএলের সপ্তম আসরের দেখাশোনা করবেন। তবে, এ পদটিতে তাকে সাময়িকভাবে রাখা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Shivlal Yadav"। Cricbuzz। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Shivlal Yadav can be his own man"। Jac Gladson। Times of India। ২৯ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Jagmohan Dalmiya wants Arun Jaitley's nod, BCCI's interim president Shivlal Yadav in spotlight"। The Economic Times। ২৩ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে শিবলাল যাদব (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে শিবলাল যাদব (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)