সেলিম এলাহী
সেলিম এলাহী (উর্দু: سلیم الہی; জন্ম: ২১ নভেম্বর, ১৯৭৬) পাঞ্জাব প্রদেশের শাহীওয়াল এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯৫ থেকে ২০০৪ সময়কালে পাকিস্তান দলের পক্ষে ১৩ টেস্ট ও ৪৮টি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ভূমিকা রাখতেন। এছাড়াও ডানহাতে অফ ব্রেক বোলিংয়ের পাশাপাশি মাঝে-মধ্যে উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতেন তিনি।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | সেলিম এলাহী | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | সাহিওয়াল, পাঞ্জাব, পাকিস্তান | ২১ নভেম্বর ১৯৭৬|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি অফ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান, মাঝে-মধ্যে উইকেট-রক্ষক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | মঞ্জুর এলাহী (ভাই), জহুর এলাহী (ভাই), বাবর মঞ্জুর (ভাইপো) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ১৩৬) | ৯ নভেম্বর ১৯৯৫ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ২ জানুয়ারি ২০০৩ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১০২) | ২৯ সেপ্টেম্বর ১৯৯৫ বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১৪ জানুয়ারি ২০০৪ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৯৪-১৯৯৯ | লাহোর সিটি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৯৬-১৯৯৭ | ইউনাইটেড ব্যাংক লিমিটেড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৯৭-২০১১ | হাবিব ব্যাংক লিমিটেড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০১ | লাহোর হোয়াইটস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০২ | লাহোর ব্লুজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৪ | লাহোর | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ৫ এপ্রিল ২০১৭ |
মনজুর এলাহী ও জহুর এলাহী তার ভাই। উভয়েই পাকিস্তান ক্রিকেট দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১] এছাড়াও বাবর মঞ্জুর সম্পর্কে তার ভাইপো।
খেলোয়াড়ী জীবন
সম্পাদনাপ্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ না করা স্বত্ত্বেও এলাহীকে ১৯৯৫-৯৬ মৌসুমে নিজদেশে অনুষ্ঠিত ওডিআই সিরিজে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে খেলার জন্য মনোনীত করা হয়। তিন খেলার সিরিজের প্রথমটি সেপ্টেম্বর, ১৯৯৫ সালে গুজরানওয়ালায় অনুষ্ঠিত হয়। প্রথম খেলাতেই তিনি চমকপ্রদ অপরাজিত ১০২ রান তুলেন ১৩৩ বল মোকাবেলা করে। এরফলে পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন।[২] উনিশ বছর বয়সে তার করা এ সেঞ্চুরিটি অদ্যাবধি সর্বকনিষ্ঠ অভিষেক ঘটা খেলোয়াড়ের কীর্তি হিসেবে টিকে রয়েছে। তার অনবদ্য সেঞ্চুরিতে দল নয় উইকেটে জয়লাভ করে ও তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।[৩] পরের দুই খেলায় তিনি ৭৭ রান করলে সিরিজে তিনি সর্বমোট ১৭৯ রান তুলেন।
এরপর একই বছরে শারজায় অনুষ্ঠিত সিঙ্গার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য মনোনীত হন।[৪]
টেস্ট ক্রিকেট
সম্পাদনানভেম্বর, ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষিক্ত হন। দুই টেস্টে তিনি ১০.৭৫ গড়ে ৪৩ রান তুলেন। এরপর তিনি সাময়িকভাবে দল থেকে বাদ পড়েন। ২০০২ সাল পর্যন্ত তিনি ১৩ টেস্টে অংশ নিয়ে ১৮.৯৫ গড়ে ৪৩৬ রান তুলেন। ওডিআইয়ে সাফল্য পেলেও টেস্টে তিনি মাত্র একটি অর্ধ-শতক ও ছয়বার শূন্য রান পান। তন্মধ্যে একবার জোড়াশূন্য পান।[৫] ২০০০ সালে ইংল্যান্ড সফরে ৪৪.৪০ গড়ে রান সংগ্রহ করলেও বাদ-বাকী সিরিজগুলোয় ২০-এর অধিক গড়ে রান তুলতে ব্যর্থ হন।[৬] ২০০২ সালে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে চার খেলার তিনটিতেই সেঞ্চুরি করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজস্ব সর্বোচ্চ ১৩৫ রান তুলেন। আব্দুল রাজ্জাকের সাথে জুটি গড়ে ২৫৭ রান তুললে পাকিস্তান দল ৩৩৫ রান তুলে।
২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে তাকে অন্তর্ভুক্ত করা হয়। চার খেলায় অংশ নিয়ে ১০২ রান তুলেন। একবার অর্ধ-শতক পান। বিশ্বকাপের পর আরও দুইটি প্রতিযোগিতায় অংশ নেন তিনি। পরবর্তীতে টেস্ট ও ওডিআই উভয় ধরনের দল থেকেই তাকে বাদ দেয়া হয়।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Saleem Elahi"। CricketArchive। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৫।
- ↑ "Records / One-Day Internationals / Batting records / Hundred on debut"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৫।
- ↑ "First One-Day International: Pakistan v Sri Lanka"। Wisden Cricketers' Almanack। reprinted by ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৫।
- ↑ ক খ "Statistics / Statsguru / Saleem Elahi / One-Day Internationals"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৫।
- ↑ Zaltzman, Andy (৭ নভেম্বর ২০১২)। "Saleem Elahi and the rich man's Saleem Elahi"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৫।
- ↑ "Statistics / Statsguru / Saleem Elahi / Test matches"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৫।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে সেলিম এলাহী (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে সেলিম এলাহী (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)