রুয়ান্ডা ফুটবল ফেডারেশন
রুয়ান্ডা ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Rwandaise de Football Association, ইংরেজি: Rwanda Football Federation; এছাড়াও সংক্ষেপে ফেরওয়াফা নামে পরিচিত) হচ্ছে রুয়ান্ডার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১ বছর পর ১৯৭৬ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর রুয়ান্ডার রাজধানী কিগালিতে অবস্থিত।
ক্যাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৭৫[১] |
সদর দপ্তর | কিগালি, রুয়ান্ডা |
ফিফা অধিভুক্তি | ১৯৭৮[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৭৬ |
সভাপতি | মার্সেল মাতিকু |
সহ-সভাপতি | মার্সেল হাবিয়ারিমানা |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি রুয়ান্ডার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে রুয়ান্ডা প্রিমিয়ার লীগ, রুয়ান্ডা দ্বিতীয় বিভাগ এবং রুয়ান্ডা নারী ফুটবল লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে রুয়ান্ডা ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মার্সেল মাতিকু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন রেগিস উয়ায়েজু।
কর্মকর্তা
সম্পাদনা- ২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | জঁ সেকামানা |
সহ-সভাপতি | মার্সেল হাবিয়ারিমানা |
সাধারণ সম্পাদক | রেগিস উয়ায়েজু |
কোষাধ্যক্ষ | আপোলিনায়ার এমপিলিকানয়ি |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | বনি মুগাবে |
প্রযুক্তিগত পরিচালক | হামিমু বাজিরাকে |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | ভিনসেন্ট মাশামি |
জাতীয় দলের কোচ (নারী) | জঁ বাপ্তিস্তে কায়িরাঙ্গা |
রেফারি সমন্বয়কারী | এমেরি কামাঞ্জি |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ রুয়ান্ডা ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ রুয়ান্ডা ফুটবল ফেডারেশন (ইংরেজি)