রয় ফ্রেডেরিক্স

ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার
(Roy Fredericks থেকে পুনর্নির্দেশিত)

রয় ক্লিফটন ফ্রেডেরিক্স (ইংরেজি: Roy Fredericks; জন্ম: ১১ নভেম্বর, ১৯৪২ - মৃত্যু: ৫ সেপ্টেম্বর, ২০০০) ব্রিটিশ গায়ানার ব্লেয়ারমন্টে জন্মগ্রহণকারী বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। ১৯৬৮ থেকে ১৯৭৭ মেয়াদে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিয়েছিলেন রয় ফ্রেডেরিক্স। ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে গায়ানা ও ইংরেজ কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগন দলের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যানরূপে মাঠে নামতেন।

রয় ফ্রেডেরিক্স
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
রয় ক্লিফটন ফ্রেডেরিক্স
জন্ম(১৯৪২-১১-১১)১১ নভেম্বর ১৯৪২
ইস্ট ব্যাংক, বারবাইস, গায়ানা
মৃত্যু৫ সেপ্টেম্বর ২০০০(2000-09-05) (বয়স ৫৭)
নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাউদ্বোধনী ব্যাটসম্যান
সম্পর্ক৩ কন্যা ও ১ পুত্র
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১২৯)
২৬ ডিসেম্বর ১৯৬৮ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট১৫ এপ্রিল ১৯৭৭ বনাম পাকিস্তান
ওডিআই অভিষেক
(ক্যাপ )
৫ সেপ্টেম্বর ১৯৭৩ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই১৬ মার্চ ১৯৭৭ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৬৩-১৯৮৩গায়ানা
১৯৭১-১৯৭৩গ্ল্যামারগন
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৫৯ ১২ ২২৩ ৬৮
রানের সংখ্যা ৪,৩৩৪ ৩১১ ১৬,৩৮৪ ১,৬৪৪
ব্যাটিং গড় ৪২.৪৯ ২৫.৯১ ৪৫.৮৯ ২৪.১৭
১০০/৫০ ৮/২৬ ১/১ ৪০/৮০ ২/৯
সর্বোচ্চ রান ১৬৯ ১০৫ ২৫০ ১১৯
বল করেছে ১,১৮৭ ১০ ৫,২৯৫ ১৭৮
উইকেট ৭৫
বোলিং গড় ৭৮.২৮ ৫.০০ ৩৭.৯৪ ১৬.৫৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/১২ ২/১০ ৪/৩৬ ৩/৫
ক্যাচ/স্ট্যাম্পিং ৬২/– ৪/– ১৭৭/– ৩৩/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৮ আগস্ট ২০১৭

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

টেস্ট ও একদিনের আন্তর্জাতিকের উভয় স্তরের ক্রিকেটেই ব্যাটিং সূচনা করতেন। মাত্র নয় বছরের খেলোয়াড়ী জীবনে ৪৩৩৪ টেস্ট রান তুলেছেন তিনি। সে তুলনায় ওডিআইয়ে বেশ বেমানান ছিল তার ব্যাটিং। ১২ খেলায় তিনি ৩১১ রান সংগ্রহ করেছিলেন।

প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগন এবং ব্রিটিশ গায়ানা ও গায়ানার প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে গর্ডন গ্রীনিজের সাথে সফলতম জুটি গড়ার পূর্বে বেশ কয়েকজনের সাথে উদ্বোধনী জুটি গড়েছিলেন। আক্রমণাত্মক ভঙ্গীমার অধিকারী ফ্রেডেরিক্স ফাস্ট বোলারদের বিপক্ষে নিজেকে বেশ ফুটিয়ে তুলতেন। এছাড়াও প্রথাগতভাবেও রান সংগ্রহ করতেন তিনি।

১৯৭৫-৭৬ মৌসুমে নিজস্ব সর্বোচ্চ টেস্ট রান ১৬৯ পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তুলেন। দ্বিতীয় দিনের শুরুতেই অস্ট্রেলিয়া অল-আউট হলে মধ্যাহ্নভোজনের ৯০ মিনিট পূর্বে আট-বলে গড়া ১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৩০/১ করে। মধ্যাহ্নভোজনের পর ফ্রেডেরিক্স মাত্র ৭১ বল খেলে সেঞ্চুরি করেন যা ঐ সময়ে দ্রুততম ছিল। খেলায় ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ব্যবধানে জয় পায়।[]

সম্মাননা

সম্পাদনা

১৯৭৪ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটার মনোনীত হন।[]

ফর্বেস বার্নহাম সরকারের শাসনামলে গায়ানার ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।[] ৫ সেপ্টেম্বর, ২০০০ তারিখে ৫৭ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তার দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Wisden 1977, p.887.
  2. "Wisden Cricketers of the Year"। CricketArchive। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২১ 
  3. "The Hindu : Scoring politically"। ৯ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা