রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়
(Ranada Prasad Shaha University থেকে পুনর্নির্দেশিত)
রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় নারায়নগঞ্জ বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়।[১]
ধরন | বেসরকারী বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০১৩ |
ইআইআইএন | ১৩৬৭১৫ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | প্রফেসর ড. মনীন্দ্র কুমার রায় |
ঠিকানা | ২৫ নং সুলতান গিয়াসউদ্দিন সড়ক, শীতলক্ষ্যা , নারায়ণগঞ্জ-১৪০০ , |
শিক্ষাঙ্গন | শহর/সবুজ ক্যাম্পাস |
সংক্ষিপ্ত নাম | RPSU |
অধিভুক্তি | বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল সেবামূলক কার্যক্রমের একটি অংশ হিসেবে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত করেছে রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়। এটি নারায়ণগঞ্জের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়।[২][৩]
একাডেমিক সেমিষ্টার
সম্পাদনারণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে বছরে দুইটি সেমিস্টারে পাঠ দান করা হয়ে থাকে।
- স্প্রিং সেমিস্টার: ফেব্রুয়ারী - জুলাই
- ফল সেমিস্টার: আগস্ট - জানুয়ারী
অনুষদ
সম্পাদনা- কলা ও মানবিক অনুষদ
- ইংরেজি বিভাগ
- আইন ও মানবাধিকার বিভাগ
- ব্যবসায় শিক্ষা অনুষদ
- বিবিএ
- এমবিএ
- ইএমবিএ
- বিজ্ঞান অনুষদ
- সিএসই
- টিএফডি
- ফার্মেসি
- ইইই
শ্রেণীকক্ষ
সম্পাদনাএই বিশ্ববিদ্যলয়ের সকল শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার জন্য সিঙ্গেল ডেক চেয়ার রয়েছে। শ্রেণীকক্ষগুলো শীতাতপ নিয়ন্ত্রিত ও সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা। প্রত্যেকটি শ্রেণী কক্ষে মাল্টিমিডিয়া/প্রজেক্টের এর ব্যবস্থা আছে।
ল্যাবসমূহ
সম্পাদনাবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ব্যবহারিক শিক্ষা প্রদানের ২টি ল্যাব রয়েছে।
- কম্পিউটার ল্যাব
- বিজ্ঞান ল্যাব
ভবনসমূহ
সম্পাদনা- প্রশাসনিক ভবন
- একাডেমিক ভবন-১
- একাডেমিক ভবন-২
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২।
- ↑ "History"। Ranada Prasad Shaha University (RPSU)।
- ↑ "এ সপ্তাহের সাক্ষাৎকার: রাজীব প্রসাদ সাহা"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৪।