মুন্সি প্রেমচাঁদ
মুন্সি প্রেমচাঁদ (৩১ জুলাই ১৮৮০ - ৮ অক্টোবর ১৯৩৬) আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার অন্যতম সফল লেখক। তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম স্বনামধন্য সাহিত্যিক এবং বিংশ শতাব্দীর ভারতীয় লেখকদের মধ্যে অন্যতম অগ্রগামী লেখক।
মুন্সি প্রেমচাঁদ | |
---|---|
জন্ম | ধনপত রাই ৩১ জুলাই ১৮৮০ লামহি, বাণারস রাজ্য, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ৮ অক্টোবর ১৯৩৬ |
নাগরিকত্ব | ভারতীয় |
পেশা | লেখক, ঔপন্যাসিক |
পরিচিতির কারণ | গোদান, নির্মলা, বাজার-এ-হুস্ন, কর্মভূমি, শাতরাঞ্জ কে খিলাড়ি, গাবান, ঈদ্গাহ |
দাম্পত্য সঙ্গী | শিবরাণি দেবি |
সন্তান | অমৃত রাই |
স্বাক্ষর | |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনাআধুনিক হিন্দি ভাষা ও উর্দু ভাষার অন্যতম সফল লেখক প্রেমচাঁদ ভারতের উত্তর প্রদেশে ১৮৮০ সালের ৩১ জুলাই জন্মগ্রহণ করেন। ৮ অক্টোবর, ১৯৩৬ ভারতের বারাণসীতে তাঁর মৃত্যু হয়। মুন্সি প্রেমচাঁদ উর্দু ও হিন্দি সাহিত্যের স্বনামধন্য কথাশিল্পী। তার আসল নাম ধনপত রায়। তবে মুন্সি প্রেমচাঁদ নামেই তিনি পরিচিত। তাকে জীবনবাদী সাহিত্যিক বলা হয়। হিন্দি সাহিত্যে ‘উপন্যাস-সম্রাট’ হিসেবে খ্যাত প্রেমচাঁদকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলেও অভিহিত করা হয়। বাংলা সাহিত্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে তুলনা করে তাঁকে 'হিন্দি সাহিত্যের বঙ্কিম' বলা হয়। ১৯১০ সালে 'বড়ে ঘরকী বেটি' প্রকাশিত হলে উর্দু সাহিত্যে তিনি স্থায়ী আসন লাভ করেন। তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস গোদান । তার প্রায় যাবতীয় সাহিত্যকর্ম বাংলা ভাষায় অনূদিত ও বহুল পঠিত।
কর্মজীবন
সম্পাদনাউল্লেখযোগ্য রচনা
সম্পাদনাতাঁর রচিত উল্লেখযোগ্য রচনা গুলো হল প্রেম পঁচিশি, প্রেম বত্তিশি, খাক পরোয়ানা, খোয়াব ও খেয়াল, ফেরদৌসে খেয়াল, প্রেম চল্লিশি, আখেরি তোফাহ, যাদরাহ, নির্মলা ইত্যাদি।
উপন্যাস:
- বরদান
- প্রতিজ্ঞা
- সেবাসদন
- প্রেমাশ্রম
- নির্মলা
- রঙ্গভূমি
নাটক:
- সংগ্রাম
- কার্বলা
- প্রেম কী বেদী
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- Collection of Munshi Premchand's stories and novels
- Another brief biography
- Website in making about works of Premchand ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে
- Translations of two stories by Premchand
- Complete collection of his literature and some of it available for reading online ।|
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |