উত্তর আধুনিকতাবাদ

(Postmodernism থেকে পুনর্নির্দেশিত)

উত্তর আধুনিকতাবাদ (ইংরেজি: Postmodernism) আধুনিকতাবাদবিরোধী একটি দার্শনিক আন্দোলনের নাম। বস্তুত উত্তর-আধুনিকতার কোন নির্দিষ্ট সংজ্ঞার্থ নেই। এটি একটি বুুুুদ্ধিবৃত্তিক মতাদর্শ[] বা বক্তৃতা বা আলোচনার মাধ্যম[][] এটি বিশ্বাসযোগ্য জ্ঞানের অস্তিত্বের সম্ভাবনাকে অস্বীকার করে,[][]পাশাপাশি মহাবিশ্বের স্থির বাস্তবতাকে উপেক্ষা করে[][][][] আর সৌন্দর্যনন্দনতত্ত্বকে পর্যবেক্ষণ সাপেক্ষে মনে করে।[১০][১১]

উত্তরআধুনিকতার চারিত্রলক্ষণ

সম্পাদনা

উত্তর-আধুনিকতার বৈশিষ্ট্যসমূহের বিনি:শেষ কোন তালিকা নেই। ফলে কোন উত্তর-আধুনিক বিষয় বা আশয়ে সবগুলো লক্ষণের উপস্থিতি আশা করা যায় না। উত্তর-আধুনিকতার একটি অন্যতম লক্ষণ অনাদর্শিক দৃষ্টিভঙ্গি। কোন কিছুকে ধ্রুব বা আদর্শ জেনে বা শিল্প সৃষ্টির উদ্দেশ্য নিয়ে উত্তর-আধুনিক লেখক কলম তুলে নেন না। এর বিপরীতে একটি নির্দিষ্ট প্রকরণ ও কাঠামোকে আশ্রয় ক’রে শিল্প সৃষ্টির অভিলাষই আধুনিকতার পরম বৈশিষ্ট্য। এভাবে উত্তর-আধুনিকতার সঙ্গে-সঙ্গে আধুনিকতার তুলনামূলক লক্ষণসমূহ চিনে নেয়া হলে সাহিত্য বিচারের কৌশলটি আরেকটু সহজ হয়ে আসে। ইহাব হাসান আধুনিকতার লক্ষণের প্রতিপৃষ্ঠে উত্তর-আধুনিকতার তুলনামূলক লক্ষণসমূহ এইভাবে সূত্রাবদ্ধ করেছেন:

আধুনিকতা উত্তর-আধুনকিতা
রোমান্টিসিজম/প্রতীকধর্মিতা প্যাটাফিজিক্স/ডাডাইজম
ফর্ম (কাঠামোর চক্রাবদ্ধতা) এ্যান্টিফর্ম (চক্রহীনতা, উন্মুক্তি)
উদ্দেশ্য নির্ভরতা ক্রীড়াময়তা
শ্রেণীলগ্নতা নৈরাজ্য
যুক্তির শাসন নিস্পন্দন, নীরবতা
ফলাফলপ্রধান, শিল্প সৃষ্টি প্রক্রিয়াপ্রধান
দূরত্ব অংশগ্রহণ
সৃজন/সমগ্রায়ন অবনির্মাণ/বিনির্মাণ
সমন্বয় বিরোধাভাস
উপস্থিতি অনুপস্থিতি
প্রকরণ/সীমা বয়ান/অšর্বয়ান
নির্বাচন একত্রায়ন
ব্যাখ্যা/পাঠ অ-ব্যাখ্যা/ভুল পাঠ
দ্যোতিত দ্যোতক
লক্ষণ বাসনা
প্যারানইয়া সিজোফ্রেনিয়া
পিতা, ঈশ্বর পবিত্র ভূত (পবিত্র আত্মা)
অধিবিদ্যা আয়রনি
সিদ্ধান্ত, মীমাংসা অমীমাংসা

এ থেকে উত্তর-আধুনিকতার নিটোল একটি ধারণা পাওয়া হয়তো সম্ভব নয় তবে এই প্রতিতুলনা থেকে উত্তর-আধুনিকতার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত হওয়া যায় যার সাহায্যে শিল্প-সাহিত্যে উত্তর-আধুনিকতার লক্ষণবিচার সম্ভব। এই তালিকা হাতে নিয়ে জীবনানন্দের কাব্যে উত্তর-আধুনিকতার লক্ষণসমূহ খুঁজে বের করা একটি কৌতূহলোদ্দীপক অনুশীলন হতে পারে। আমরা লক্ষ্য করি, জীবনানন্দ কবিতাকে নির্দিষ্ট কাঠামোর আবদ্ধতা, অর্থময়তা, উদ্দেশ্য-নির্ভরতা, নির্মাণের দায়, ব্যাখ্যাসমৃদ্ধির দাবী, যুক্তির শাসন, সমন্বয় প্রভৃতি থেকে সফলভাবে মুক্ত করেছেন।

স্হাপত্য বিদ্যায়

সম্পাদনা
 
অবাস্তব তত্ত্বের মাধ্যমে মানুষের সাধারণ দর্শন প্রকৃতির বাইরে তৈরী করা উত্তর আধুনিকতাবাদের উদাহরণ
 
পোর্টল্যান্ড বিল্ডিং ১৯৮২, আধুনিকতার প্রভাব স্হাপত্য বিদ্যায়,এটি একটি চারিত্র লক্ষণ

নতুন বিতর্ক

সম্পাদনা

দুবাংলায় উত্তর আধুনিকরা‘উত্তর’ ও Post-এর পার্থক্য হাজির করে বলছেন, উত্তর আধুনিকতা ও Postmodernism এক কথা নয়। ‘আধুনিকতা’র আগে ‘উত্তর’ প্রয়োগ দ্বারা তারা ‘আধুনিকতা-উত্তীর্ণ’ হওয়াকে বোঝাচ্ছেন। পাশ্চাত্যে কিন্তু Postmodernism দ্বারা তা বোঝানো হয়নি। তারা Modernism-এর আগে Post ব্যবহার করে কালগতভাবে Modernism-এর পরবর্তী ধাপকে বুঝিয়েছে। যা হোক, উত্তর আধুনিকতা বলতে বুঝায় সেই অবক্ষয় বা স্বেচ্চাচারিতা থেকে উত্তরণের প্রয়াসকে, যে অবক্ষয় বা স্বেচ্ছাচারিতা দোর্দণ্ড প্রতাপবান আধুনিকতার আস্তাকুঁড়ে জন্ম লাভ করেছে। উত্তর আধুনিকদের মতে, আমরা ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছি আধুনিকতার কারণে। অবশ্য কোনো কোনো মহল, যেমন দৃষ্টান্তবাদীরা, এমন কিছু মনে করেন না। তাদের মতে, অবক্ষয় বিভিন্ন কারণে আসতে পারে, কিন্তু এর জন্য কেবল আধুনিকতাকে দোষারোপ করা যায় না। যদি করা হয়, তবে পরোক্ষভাবে যুক্তিবাদিতা, ধর্মনিরপেতা ইত্যাদির মতোন আধুনিক আলোককে ফুঁ দিয়ে নিভিয়ে ফেলা হয়। উত্তর আধুনিকরা আধুনিক-পূর্ব সময়ের মিথ, উপকথা, লোকবিশ্বাস, ধর্মবিশ্বাস, কৃষ্ণ, হাছন, লালন ইত্যাদিকে সামনে রেখে পুনর্চর্চায় ব্রতী হতে সবাইকে আহ্বান করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Bauman, Zygmunt, 1925-2017. (১৯৯২)। Intimations of postmodernity। London: Routledge। আইএসবিএন 0203414934ওসিএলসি 252920075 
  2. Nuyen, A.T., 1992. The Role of Rhetorical Devices in Postmodernist Discourse. Philosophy & Rhetoric, pp.183-194.
  3. Torfing, Jacob. (১৯৯৯)। New theories of discourse : Laclau, Mouffe, and Z̆iz̆ek। Oxford, UK: Blackwell Publishers। আইএসবিএন 0631195572ওসিএলসি 39282002 
  4. Goldman, Alvin I., 1938- (১৯৯৯)। Knowledge in a social world। Oxford: Clarendon Press। আইএসবিএন 0198237774ওসিএলসি 39897344 
  5. Kuntz M (অক্টোবর ২০১২)। "The postmodern assault on science. If all truths are equal, who cares what science has to say?"EMBO Rep.13 (10): 885–9। ডিওআই:10.1038/embor.2012.130পিএমআইডি 22986553পিএমসি 3463968  
  6. "American Heritage Dictionary Definition of postmodernism"ahdictionary.com। Houghton, Mifflin, Harcourt। ২০১৯। ১৫ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৯ 
  7. "postmodernism: definition of postmodernism in Oxford dictionary (American English) (US)"oxforddictionaries.com। ৪ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  8. Critical essays on postmodernism। Ozumba, G. O.,, Ukah, Mike Egbuta,, Mendie, Patrick Johnson,, Udofia, Christopher Alexander,। Makurdi - Benue State। আইএসবিএন 9781326912314ওসিএলসি 1027788935 
  9. postmodernism, about women She is currently writing a book about; Theory, Critical; Epistemology, Their Impact on; Academy, Ethics in the; Areo, more widely She is editor-in-chief of (২০১৭-০৩-২৭)। "How French "Intellectuals" Ruined the West: Postmodernism and Its Impact, Explained"Areo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯ 
  10. Matters of culture : cultural sociology in practice। Friedland, Roger., Mohr, John.। Cambridge [England]: Cambridge University Press। ২০০৪। আইএসবিএন 0521791626ওসিএলসি 52813822 
  11. Wolff, Janet. (১৯৯৩)। The social production of art (2nd ed সংস্করণ)। Washington Square, N.Y.: New York University Press। আইএসবিএন 0814792693ওসিএলসি 27897861 
  • বন্দ্যোপাধ্যায়, পার্থপ্রতীম। পোস্টমডার্নভাবনা ও অন্যান্য। কলকাতা: র‌্যাডিক্যাল ইম্প্রেশন, দ্বিতীয় সংস্করণ ২০০৭।
  • রহমান, জিল্লুর। উত্তর আধুনিকতা : এ সবুজ করুণ ডাঙ্গায়। চট্টগ্রাম: লিরিক, ২০০১।
  • তাপস, সবুজ। দৃষ্টান্তবাদী দৃষ্টিতে কবিতার সৌন্দর্যোপভোগযাত্রা। চট্টগ্রাম: প্রত্যালীঢ়, ২০০৯।