পাপুয়া নিউগিনি ফুটবল অ্যাসোসিয়েশন

পাপুয়া নিউগিনির ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা
(Papua New Guinea Football Association থেকে পুনর্নির্দেশিত)

পাপুয়া নিউগিনি ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Papua New Guinea Football Association; এছাড়াও সংক্ষেপে পিএনজিএফএ নামে পরিচিত) হচ্ছে পাপুয়া নিউগিনির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ওএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোর্সবিতে অবস্থিত।

পাপুয়া নিউগিনি ফুটবল অ্যাসোসিয়েশন
ওএফসি
প্রতিষ্ঠিত১৯৬২; ৬২ বছর আগে (1962)[]
সদর দপ্তরপোর্ট মোর্সবি, পাপুয়া নিউগিনি
ফিফা অধিভুক্তি১৯৬৬ []
ওএফসি অধিভুক্তি১৯৬৬
সভাপতিপাপুয়া নিউগিনি কাপি নাট্টো জন
সহ-সভাপতি
  • পাপুয়া নিউগিনি ফ্রান্সিস আঙ্ক
  • পাপুয়া নিউগিনি সিয়েগফ্রিড বেসচেল
  • পাপুয়া নিউগিনি জাস্টিন হেলেলে
  • পাপুয়া নিউগিনি মোরেয়া ভাভিন
ওয়েবসাইটwww.pngfootball.com.pg

এই সংস্থাটি পাপুয়া নিউগিনির পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে পাপুয়া নিউগিনি জাতীয় ফুটবল লীগ, পাপুয়া নিউগিনি জাতীয় ক্লাব চ্যাম্পিয়নশিপ এবং পাপুয়া নিউগিনি এফএ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে পাপুয়া নিউগিনি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন কাপি নাট্টো জন

কর্মকর্তা

সম্পাদনা
২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি কাপি নাট্টো জন
সহ-সভাপতি ফ্রান্সিস আঙ্ক
সিয়েগফ্রিড বেসচেল
জাস্টিন হেলেলে
মোরেয়া ভাভিন
সাধারণ সম্পাদক
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক কাসেং ডেভিড
প্রযুক্তিগত পরিচালক পল ইসোরুয়া
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) বব মরিস
জাতীয় দলের কোচ (নারী) ফ্রেদেরিকা সাকেত্তে
রেফারি সমন্বয়কারী ওয়ারাই জিমি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৩ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা