পঞ্চগড়-২

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
(Panchagarh-2 থেকে পুনর্নির্দেশিত)

পঞ্চগড়-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে অবস্থিত।

পঞ্চগড়-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাপঞ্চগড় জেলা
বিভাগরংপুর বিভাগ রংপুর বিভাগ
মোট ভোটার
  • ৩,৮৯,৯৪১ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৯৫,৭১০
  • নারী ভোটার: ১,৯৪,২২৮
  • হিজড়া ভোটার: ৩
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪

সীমানা

সম্পাদনা

পঞ্চগড়-২ আসনটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলাবোদা উপজেলা নিয়ে গঠিত।[][]

ইতিহাস

সম্পাদনা

পঞ্চগড়-২ নির্বাচনী এলাকা ১৯৮৪ সালে গঠিত হয়, যখন বৃহত্তর দিনাজপুর জেলাকে বিভক্ত করে তিনটি (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলায় ভাগ করা হয়েছিল।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৮৬ মোহাম্মদ ফরহাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি[]
১৯৮৮ মোঃ কামিজ উদ্দিন জাতীয় পার্টি[]
১৯৯১ মোজাহার হোসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
ফেব্রুয়ারি ১৯৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬
২০০১
২০০৮ নূরুল ইসলাম সুজন বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪
২০১৮
২০২৪

নির্বাচনী ফলাফল

সম্পাদনা

২০২০- এর দশকে

সম্পাদনা
সাধারন নির্বাচন ২০২৪: পঞ্চগড়-২
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ নুরুল ইসলাম সুজন ১,৮১,৭২৫ ৯১.৭% -০.২
জাতীয় পার্টি লুৎফর রহমান রিপন ৭,৬২৭ ৩.৮% -০.০৫
তৃণমূল বিএনপি আব্দুল আজিজ ৪,৪২০ ২.২৩% +-০.০১
বাংলাদেশ সুপ্রিম পার্টি আহমদ রেজা ফারুকী ৪,৪৭০ ২.২৭% +-০.০১
বাতিলকৃত ব্যালট ৯,০১০ ৪.৫৫% -০.০২
সংখ্যাগরিষ্ঠতা ১,৭৪,০৯৮
ভোটার উপস্থিতি ১,৯৮,২৪২
নিবন্ধিত ভোটার ৩,৮৯,৯৪১
থেকে অর্জন করেছে সুইং

২০১০-এর দশকে

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০১৪: পঞ্চগড়-২[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ নুরুল ইসলাম সুজন ১,০৭,৩৬০ ৯৩.৬ +৩৩.২
জাসদ (রব) মোঃ ইমরান আল আমিন ৭,২৯২ ৬.৪ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,০০,০৬৮ ৮৭.৩ +৬৫.৮
ভোটার উপস্থিতি ১,১৪,৬৫২ ৪০.০ −৫৩.০
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: পঞ্চগড়-২[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ নুরুল ইসলাম সুজন ১,৪২,৪৮৮ ৬০.৪ +১৬.৭
বিএনপি মোজাহার হোসেন ৯১,৭০০ ৩৮.৯ -৭.০
কমিউনিস্ট পার্টি মোঃ আশরাফুল আলম ৯২৬ ০.৪ -০.৫
তরিকত ফেডারেশন মোঃ সোনা মিয়া ৭৩১ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫০,৭৮৮ ২১.৫ +১৯.৩
ভোটার উপস্থিতি ২,৩৫,৮৪৫ ৯৩.০ +৭.৯
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: পঞ্চগড়-২[]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোজাহার হোসেন ৮৩,৬৫৩ ৪৫.৯ +১০.০
আওয়ামী লীগ নুরুল ইসলাম সুজন ৭৯,৬০২ ৪৩.৭ +৯.১
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট মোঃ শাফিউল আলম প্রধান ১৬,৩৫৭ ৯.০ প্র/না
কমিউনিস্ট পার্টি মোঃ সেলিম উদ্দিন ১,৬৭৩ ০.৯ +০.২
স্বতন্ত্র তসলিম উদ্দিন আহমেদ ৮৯৮ ০.৫ প্র/না
জাতীয় পার্টি মোঃ জাহাঙ্গীর আলম ৯১ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪,০৫১ ২.২ +০.৯
ভোটার উপস্থিতি ১,৮২,২৭৪ ৮৫.১ +৮.৪
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: পঞ্চগড়-২[]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোজাহার হোসেন ৪৮,৫৩৪ ৩৫.৯ +২৮.৩
আওয়ামী লীগ মোঃ সিরাজুল ইসলাম ৪৬,৮১৫ ৩৪.৬ প্র/না
জাতীয় পার্টি মোঃ কামিজ উদ্দিন ২৫,৬৩০ ১৮.৯ -৪.৮
জামায়াতে ইসলামী মোঃ সাইদুর রহমান ১২,৫৫৭ ৯.৩ -৪.৪
কমিউনিস্ট পার্টি মোঃ সেলিম উদ্দিন ৯৫২ ০.৭ -৩৮.৫
জাকের পার্টি মোঃ মনছুর আলী ৪৫৯ ০.৩ -০.২
স্বতন্ত্র মোঃ আশরাফুল আলম ৩৯৫ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,৭১৯ ১.৩ −১৪.১
ভোটার উপস্থিতি ১,৩৫,৩৪২ ৭৬.৭ +১৬.৩
কমিউনিস্ট পার্টি থেকে বিএনপি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: পঞ্চগড়-২[]
দল প্রার্থী ভোট % ±%
কমিউনিস্ট পার্টি মোজাহার হোসেন ৪২,৩৩৫ ৩৯.১
জাতীয় পার্টি মোঃ কামিজ উদ্দিন ২৫,৬৬০ ২৩.৭
বিএনপি মোঃ আব্দুল আজিজ ১৭,৩০০ ১৬.০
জামায়াতে ইসলামী মোঃ সাইদুর রহমান ১৪,৮১৫ ১৩.৭
স্বতন্ত্র মোঃ নুরুল আমিন ৬,০৭১ ৫.৬
স্বতন্ত্র আসম নুরুজ্জামান ৯৩০ ০.৯
জাকের পার্টি মোঃ মনছুর আলী ৫৪৩ ০.৫
ফ্রিডম পার্টি মোঃ আবদাল আদিল আলভি ৩৫৫ ০.৩
স্বতন্ত্র মোঃ সাইফুল্লাহ ১৩৭ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১৬,৬৭৫ ১৫.৪
ভোটার উপস্থিতি ১,০৮,১৪৬ ৬০.৪
জাতীয় পার্টি থেকে কমিউনিস্ট পার্টি অর্জন করে
  1. "পঞ্চগড়-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮ 
  4. "District Statistics 2011: Dinajpur" (PDF)পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "Panchagarh-2"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "jagonews24" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।

বহিঃসংযোগ

সম্পাদনা