নতুন পিনাকোথেক
নতুন পিনাকোথেক (জার্মান: [ˈnɔʏ.ə pinakoˈteːk], নতুন পিনাকোথেক) জার্মানির মিউনিখে অবস্থিত একটি শিল্পকলা জাদুঘর।১৮শ ও ১৯শ সময়কালীন ইউরোপীয় শিল্পকলা এই জাদুঘরের মূল লক্ষ্য। বর্তমান পৃথিবীতে অবস্থিত ১৯শ শতকের শিল্পকলা সমৃদ্ধ জাদুঘরগুলোর মধ্যে নতুন পিনাকোথেক গুরূত্বের দিকে দিয়ে অন্যতম। পুরনো পিনাকোথেক ও আধুনিক পিনাকোথেক সহ মিউনিখের কুন্সটারারেয়াল বা শিল্পকলা এলাকা গড়ে উঠেছে।
মূল ভবন
সম্পাদনা১৮৫৩ সালে বাভারিয়ার প্রাক্তন রাজা লুডভিগ প্রথম দ্বারা জাদুঘরটি প্রতিষ্ঠিত হইয়। প্রাথমিক ভবনটি ফ্রিডোরিখ ভন গার্টনার ও অউগুস্ট ভন ভয়েট কর্তৃক নির্মিত হয়। অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভবনটি ধ্বঙ্গিস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত নতুন পিনাকোথেক ভবনকে ১৯৪৯ সালে একেবারের জন্য গুড়িয়ে দেয়া হয়। স্থপতি আলেকজান্ডার ফ্রাইহের ভন ব্রানকা উত্তর আধুনিকতাবাদের আদলে নতুন করে নতুন পিনাকোথেক ভবনের নকশা করেন। এই নতুন নকশাকৃত ভবন ১৯৮১ সালে খোলা হয়।
বহিঃসংযোগ
সম্পাদনা- Official website (in English) (depending on your needs, former version, archived March 29, 2016, may be more useful)
- website (in German)
- Article about the Neue Pinakothek
- Lionel Gossman. “Making of a Romantic Icon: The Religious Context of Friedrich Overbeck’s ‘Italia und Germania.’” American Philosophical Society, 2007. আইএসবিএন ০-৮৭১৬৯-৯৭৫-৩.