মহীশূর

(Mysore থেকে পুনর্নির্দেশিত)

মহীশূর (ইংরেজি: Mysore) ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর জেলার একটি শহর ও পৌর সংস্থার অধীন এলাকা।

মহীশূর
শহর
উপর থেকে ঘড়ির কাঁটার দিকে: মহীশূর প্রাসাদ, শিবনসমুদ্র ফলস্ মান্ড্যা , ইনফোসিস ভবন, বৃন্দাবন গার্ডেনস সংগীত ঝরনা, মান্ড্যা, চেন্নাকেশব মন্দির, ললিত মহল, সেন্ট ফিলোমেনাজ় চার্চ এবং চামুন্ডেশ্বরী মন্দির.
মহীশূর কর্ণাটক-এ অবস্থিত
মহীশূর
মহীশূর
কর্ণাটক, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ১২°১৯′ উত্তর ৭৬°৩৯′ পূর্ব / ১২.৩১° উত্তর ৭৬.৬৫° পূর্ব / 12.31; 76.65
দেশ ভারত
রাজ্যকর্ণাটক
জেলামহীশূর
সরকার
 • ধরনপৌর সংস্থা
 • শাসকমহীশূর পৌর সংস্থা
 • মেয়রলিঙ্গাপ্পা আর[]
 • Deputy Mayorমহাদেবাম্মা
আয়তন
 • শহর১৫২ বর্গকিমি (৫৯ বর্গমাইল)
উচ্চতা৭৬৩ মিটার (২,৫০৩ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • শহর৯,২০,৫৫০
 • জনঘনত্ব৬,১০০/বর্গকিমি (১৬,০০০/বর্গমাইল)
 • মহানগর৯,৯০,৯০০
ভাষা
 • অফিসিয়ালকন্নড়
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

ইতিহাস

সম্পাদনা

মহীশূর রাজ্য

সম্পাদনা

ওয়াদিয়ার রাজবংশ দ্বারা শাসিত মহীশূর রাজ্য (১৩৯৯-১৯৫৬)-এর রাজধানী ছিল এই শহর। প্রারম্ভে এটি বিজয়নগর সাম্রাজ্য-এর একটি সামন্তরাজ্য হলেও পরবর্তীতে ১৫৫৩ সাল থেকে তা স্বাধীন রাজ্যে পরিণত হয়।

১৭৬১ সালে রাজ্যের সেনাপ্রধান হায়দার আলী-র উত্থান ঘটে। তার নেতৃত্বে প্রথম ইঙ্গ-মহীশূর ও দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ সংগঠিত হয়। পরবর্তীতে তার পুত্র টিপু সুলতান রাজ্যের শাসক হন।

মাইসোরের শেষ রাজা ছিলেন শ্রীকান্তদত্ত নরসিংহরাজা ওয়াদিয়ার। তাঁর মৃত্যুর পর ফের এই রাজপরিবারে যদুবীর গোপাল রাজ উরসকে দত্তক নেওয়া হয়। এবং তিনিই এই মুহূর্তে এই রাজ পরিবারের রাজা। ২০১৫ সালের ২৮ মে তিনি এই পরিবারের দায়িত্ব নেন। রয়্যাল সিলকের খনি মাইসোর প্যালেসের রাজা এখন তিনিই, যদুবীর গোপাল রাজ উরস। সিলকের পারিবারিক ব্যবসার সাথে রাজবংশ জড়িত । যদুবীর গোপাল রাজ উরস দুঙ্গারপুরের রাজকুমারীর সঙ্গে বিয়ে করেছেন। ওয়াদিয়ারদের প্রায় ১০ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে।[]

ভৌগোলিক উপাত্ত

সম্পাদনা

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ১২°১৯′ উত্তর ৭৬°৩৯′ পূর্ব / ১২.৩১° উত্তর ৭৬.৬৫° পূর্ব / 12.31; 76.65[] শহরটি চামুণ্ডী পাহাড়ের পাদদেশে ও বেংগালুরু থেকে ১৪৫.২ কিমি (৯০ মা) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। সমুদ্র সমতল থেকে

গড় উচ্চতা হল ৭৬৩ মিটার (২৫০৩ ফুট)। 

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

ভারতের ২০১১ সালের জনগণনা অনুসারে মহীশূর শহরের জনসংখ্যা হল ৯২০,৫৫০ জন।[] এর মধ্যে পুরুষ ৪৬১,০৪২ এবং নারী ৪৫৯,৫০৮।

এখানে সাক্ষরতার হার ৭৬%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮০% এবং নারীদের মধ্যে এই হার ৮৭.৬৭%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে মহীশূরের সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী।

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • মহীশূর প্রাসাদ - ১৮৯৭ সালে প্রাচীন প্রাসাদটি দশমী অনুষ্ঠানে ভস্মীভূত হয়ে পরায় নাবালক মহারাজা ৪র্থ কৃষ্ণরাজা ওয়াদিয়ার ও তার মাতা মহারানী কেম্পা নানজাম্মানী বাণীবিলাস সন্নিধানা তৎকালীন প্রসিদ্ধ বাস্তুকার হেনরি আরউইন-এর প্রকৌশলজ্ঞানে এই প্রাসাদ নির্মাণ সম্পন্ন করেন ১৯১২ সালে।

বিখ্যাত ব্যাক্তিত্ব

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Lingappa elected Mayor, Mahadevamma deputy"The Hindu (ইংরেজি ভাষায়)। ১০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৫ 
  2. "Wadiyar Dynasty" 
  3. "Mysore"Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০০৭ 
  4. "ভারতের ২০১১ সালের জনগণনা" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জুলাই ৩, ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]