মিয়ানমার ক্রিকেট ফেডারেশন
(Myanmar Cricket Federation থেকে পুনর্নির্দেশিত)
মিয়ানমার ক্রিকেট ফেডারেশন হল নিয়ানমারের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মিয়ানমার ক্রিকেট ফেডারেশন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য।[১] সংস্থাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্যপদ লাভ করেছিল ২০০৬ সালে। সংস্থাটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সহযোগী সদস্য।[২]
ক্রীড়া | ক্রিকেট |
---|---|
কার্যক্ষেত্র | জাতীয় |
অধিভুক্ত | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "International Cricket Council"। www.icc-cricket.com। ২০১৯-০৪-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৯।
- ↑ http://www.asiancricket.org/index.php/members/48