মিউনিখ
মিউনিখ বা ম্যুনশেন (জার্মান ভাষায়: München ম্যুন্শেন্ আ-ধ্ব-ব [ˈmʏnçən] ; অস্ট্রো-বাভারীয়: Minga [১]) মধ্য ইউরোপের রাষ্ট্র জার্মানির দক্ষিণ-মধ্যভাগে, অস্ট্রিয়া-জার্মান সীমান্তের কাছে অবস্থিত একটি বৃহৎ শহর। প্রশাসনিকভাবে মিউনিখ জার্মানির বায়ার্ন (বাভারিয়া) রাজ্যের রাজধানী শহর। জনসংখ্যার বিচারে এটি বায়ার্ন রাজ্যের বৃহত্তম, দক্ষিণ জার্মানির বৃহত্তম এবং সমগ্র জার্মানির ৩য় বৃহত্তম নগরী (বার্লিন ও হামবুর্গের পরে)। এখানে প্রায় ১৫ লক্ষ লোকের বাস। ভৌগোলিকভাবে শহরটি আল্পস পর্বতমালার থেকে ৫০ কিলোমিটার উত্তরে ৫২০ মিটার উচ্চতায় একটি সমতল মালভূমিতে অবস্থিত। ইজার নদীটি শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। শিল্পোৎপাদন, শিক্ষা, সংস্কৃতি ও পরিবহনের দৃষ্টিকোণ থেকে মিউনিখ জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ শহর, যার কারণে সারা দেশ থেকেই বহু অভিবাসী এখানে বসবাস করতে আসে। পর্যটকদের কাছে মিউনিখের অভিজাত সব বিপণী, চলতি নৈশক্লাব, উন্নতমানের মদ্যপানীয় চোলাইয়ের বিভিন্ন কারখানা ও প্রাণোচ্ছল উৎসব-উদ্দীপনা আকর্ষণের কিছু প্রধান কারণ। বাৎসরিক অক্টোবারফেস্ট ("অক্টোবার উৎসব") নামের বিয়ার পানের উৎসবটি সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে। এছাড়া মিউনিখ জার্মানি থেকে আল্পস পর্বতমালা অঞ্চলে প্রবেশের দ্বার হিসেবেও গণ্য হয়।
মিউনিখ München | |
---|---|
City | |
স্থানাঙ্ক: ৪৮°০৮′১৫″ উত্তর ১১°৩৪′৩০″ পূর্ব | |
সরকার | |
• লর্ড মেয়র | ক্রিস্টিয়ান উডে |
জনসংখ্যা (২০০৬) | |
• City | ১৩,৩২,৬৫০ |
• পৌর এলাকা | ১৬,৫৬,০০০ |
• মহানগর | ২৬,১০,০০০ |
সময় অঞ্চল | পূইস (EET) (ইউটিসি+১) |
• গ্রীষ্মকালীন (দিসস) | পূইগ্রীস (EEST) (ইউটিসি+২) |
ওয়েবসাইট | www.muenchen.de |
মিউনিখ রেলপথ ও মহাসড়কপথব্যবস্থার মাধ্যমে জার্মানি ও অস্ট্রিয়ার সমস্ত বড় শহরের সাথে সংযুক্ত। মিউনিখ রেলস্টেশনটি জার্মানির ও ইউরোপের যাত্রীবাহী দ্রুতগামী রেল-পরিবহন ব্যবস্থার একটি প্রধান কেন্দ্র। ষ্টুটগার্ট, ন্যুর্নবের্গ ও জালৎসবুর্গ থেকে আগত মহাসড়কগুলি মিউনিখে এসে মিলিত হয়েছে। শহরের উত্তর-পূর্বদিকে প্রায় ২৭ কিলোমিটার দূরত্বে ১৯৯২ সালে একটি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হয়, যার নামে ফ্রানৎস ইয়োজেফ ষ্ট্রাউস বিমানবন্দর। মিউনিখ শহরকেন্দ্রের অধিকাংশেই মোটরযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শহরে একটি আধুনিক পাতালরেল (দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা) নির্মাণ করা হয়েছে।
মিউনিখের পুরাতন অংশটি ইজার নদীর পশ্চিম তীরে অবস্থিত। এখানে বেশ কিছু বারোক ও রোকোকো স্থাপত্য ঘরানার ভবন ও স্থাপনা আছে, যেগুলির বেশিরভাগই ১৮শ শতকের প্রথমার্ধে বায়ার্নের শাসকেরা ইতালীয় স্থাপত্যশৈলীর নিদর্শনে উদ্বুদ্ধ হয়ে নির্মাণ করান। পুরাতন মিউনিখ শহরের কেন্দ্রস্থলে যে সুপরিচিত উন্মুক্ত চত্বরটি অবস্থিত, তার নাম মারিয়েনপ্লাৎস। মারিয়ানপ্লাৎস চত্বরের উপরেই আধিপত্য বিস্তার করে দাঁড়িয়ে আছে মিউনিখের নব্য-গোথিক শৈলীর কারুকার্যখচিত নতুন নগরভবন,যার স্থানীয় জার্মান নাম নয়েস রাটহাউস। ভবনটিকে ১৮৬৭ থেকে ১৯০৯ সালের মধ্যে নির্মাণ করা হয়। ভবনের বুরূজটির ঘণ্টাঘরে প্রতিদিন একগুচ্ছ ঘণ্টা ধ্বনিত করা হয়। একই চত্বরেই মিউনিখের পুরাতন নগরভবনটিও অবস্থিত, যার নাম আল্টেস রাটহাউস (১৫শ শতকের শেষভাগে নির্মিত)। চত্বর থেকে কাছেই আছে ১৫শ শতকে (১৪৮৮) নির্মিত ফ্রাউয়েনকির্শে ("কুমারী মেরির গির্জা") নামের বিলম্বিত-গোথিক স্থাপত্যশৈলীর সুবিশাল একটি ইষ্টকনির্মিত ক্যাথেড্রাল (ধর্মপালের আসনবিশিষ্ট গির্জা), যার দুইটি পেঁয়াজাকৃতির গম্বুজবিশিষ্ট বুরূজের প্রতিটির উচ্চতা ৯৯ মিটার (৩২৫ ফুট)। এই গির্জাটি মিউনিখ নগরীর প্রধানতম প্রতীক। পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট বায়ার্নের ৪র্থ লুডভিগের (আনু. ১২৮৩ - ১৩৪৭) সমাধি এই গির্জার অভ্যন্তরভাগে সংরক্ষিত আছে। মিউনিখের অন্যান্য উল্লেখযোগ্য গির্জার মধ্যে আছে শহরের প্রাচীনতম গির্জা পেটার্সকির্শে, যা ১১শ শতকে নির্মিত হয়; এবং মিখায়েলসকির্শে, যা হল ১৬শ শতকে রনেসঁস (রেনেসাঁ) ঘরানার স্থাপত্যশৈলীতে নির্মিত একটি গির্জা যেখানে মিউনিখের তথা বায়ার্ন (বাভারিয়া) রাজ্যের প্রাক্তন শাসকবংশ ভিটেল্সবাখ পরিবারের পারিবারিক সমাধি-প্রকোষ্ঠটি অবস্থিত।
মিউনিখ শহরের আদি নগরপ্রবেশদ্বারগুলির অনেকগুলিই এখনও দণ্ডায়মান, যাদের মধ্যে ১৩১০ সালে নির্মিত জেন্ডলিঙার টোর (জেন্ডলিঙার প্রবেশদ্বার) এবং ১৩৩৭ সালে নির্মিত ইজার টোর (ইজার প্রবেশদ্বার) উল্লেখযোগ্য। শহরের হেলাব্রুন চিড়িয়াখানাটি জার্মানির বৃহত্তম চিড়িয়াখানাগুলির একটি। শহরের পরিসীমার মধ্যে আরও আছে হ্রদসহ একটি ইংরেজ উদ্যান (ইংলিশার গার্টেন), চীনা বৌদ্ধ প্যাগোডা এবং হাউস ডের কুন্স্ট নামের একটি শিল্পকলা প্রদর্শনীকেন্দ্র। ।
১৯৭২ সালে মিউনিখ শহরে গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই উপলক্ষে শহরের উত্তরভাগে একটি বৃহৎ ক্রীড়াক্ষেত্র বা স্টেডিয়াম নির্মাণ করা হয়, যার নাম ওল্যুমপিয়াপার্ক।
মারিয়েনপ্লাৎসের উত্তর-পূর্ব দিকে ভিটেলস্বাখ পরিবারের একাধিক ভবনবিশিষ্ট রাজকীয় প্রাসাদ এলাকাটিকে সহজভাবে "রেজিডেনৎস" নামে ডাকা হয়। এটিকে বহু শতাব্দী ধরে নির্মাণ করা হয় এবং বর্তমানে এটিকে একটি জাদুঘরের মর্যাদা দেওয়া হয়েছে। রেজিডেনৎস এলাকার রোকোকো স্থাপত্যঘরানায় নির্মিত কুভিলিয়েস নাট্যশালাটি (১৭৫১-১৭৫৩ সালে ফ্রঁসোয়া দ্য ক্যুভিলিয়ে-র নকশা করা) বর্তমানে বায়ার্ন রাজ্যের নাট্যশালায় পরিণত হয়েছে। এর ঠিক দক্ষিণেই আছে জার্মানির জাতীয় নাট্যশালা, যেটি বায়ার্ন রাজ্য গীতিনাট্যদলের আলয়। রেজিডেনৎসের রাজকীয় প্রাসাদের পার্শ্বদেশগুলি, এর অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন সৌকর্যমণ্ডিত সুদৃশ্য কক্ষ (যেমন রাইশেস সিমার), কোষাগারকক্ষ ও ভেতরের আঙিনাগুলি পর্যটকদের জন্য দর্শনীয়।
ইজার নদীর পূর্ব তীরে বায়ার্ন (বাভারিয়া) রাজ্যের রাজ্য সংসদভবন মাক্সিমিলিয়ানেউম অবস্থিত, যেটি ১৮৭৪ থেকে ১৮৭৭ সালের মধ্যে নির্মিত হয়। মাক্সিমিলিয়ানষ্ট্রাসে নামের একটি প্রশস্ত রাজপথের দুই পাশে বহু অভিজাত বিপণী ও চিত্রশালা আছে; এই পথ ধরে এগিয়েই মাক্সিমিলিয়ানেউম ভবনে পৌঁছানো যায়; আদিতে ভবনটি একটি রাজকীয় বিদ্যালয় ছিল।
শহরকেন্দ্র থেকে উত্তর-পশ্চিমে দৃষ্টিনন্দল ভূদৃশ্যবহুল মিউনিখ উদ্ভিদ উদ্যানের ভেতরে বারোক স্থাপত্যশৈলীতে নির্মিত শ্লস ন্যুমফেনবুর্গ (ন্যুমফেনবুর্গ দুর্গ) অবস্থিত। ১৭শ শতকের শেষভাগে (১৬৬৪ সালে) দুর্গটির নির্মাণকাজ শুরু হয় । বর্তমানে এটি একটি জাদুঘর।
মিউনিখ শহরে বহুসংখ্যক মনে দাগ কাটার মত জাদুঘর ও শিল্পকলা প্রদর্শনীকেন্দ্র অবস্থিত। ডয়চেস মুজেউম ("জার্মান জাদুঘর") একটি সমৃদ্ধ বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি জাদুঘর যেটি ইজার নদীতে একটি দ্বীপের উপরে অবস্থিত। অন্যদিকে বায়ার্ন জাতীয় জাদুঘরে মধ্যযুগ থেকে শুরু করে ১৯শ শতক পর্যন্ত সৃষ্ট চারু ও দারুকলার সংগ্রহ আছে। ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত আল্টে পিনাকোটেক ("পুরাতন চিত্রকলা প্রদর্শনকেন্দ্র") নামের শিল্পকলা প্রদর্শনীকেন্দ্রটি শুধু জার্মানি নয়, সমগ্র ইউরোপের একটি অগ্রগণ্য শিল্পকেন্দ্র, যেখানে মধ্যযুগ থেকে ১৮শ শতকের শেষভাগ পর্যন্ত আঁকা অনেক খ্যাতনামা শিল্পীর বহু চিত্রকর্ম সংরক্ষিত আছে; এসব শিল্পীর মধ্যে আলব্রেখট ড্যুরার, রাফায়েল, এল গ্রেকো, পিটার পল রুবেনস ও রেমব্রান্টের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ২য় বিশ্বযুদ্ধের সময় বিধ্বস্ত একটি জাদুঘরকে প্রতিস্থাপন করতে ১৯৮১ সালে নয়ে পিনাকোটেক ("নতুন চিত্রকলা প্রদর্শনকেন্দ্র") নামের একটি চিত্রশালা উদ্বোধন করা হয়, যাতে ১৮শ শতক ও ১৯শ শতকের ইউরোপীয় শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ সংগ্রহ বিদ্যমান। এছাড়াও বিশাল আয়তনের পিনাকোটেক ডের মোডের্নে নামের চিত্রশালাতে ২০শ শতক ও ২১শ শতকের চিত্রকলা, নকশা ও স্থাপত্যের নিদর্শন প্রদর্শিত হয়। মোটরযান নির্মাতা বে এম ভে বা বি এম ডব্লিউয়ের প্রধান কার্যালয়ের ঠিক পাশেই একটি মোটরযান জাদুঘর আছে। শহরকেন্দ্র থেকে উত্তর-পশ্চিম দিকে ক্যোনিগসপ্লাৎস নামের চত্বরে গ্ল্যুপটোটেক ও আন্টিকেন-জামলুঙেন নামের দুইটি প্রাচীন যুগের দ্রব্য ও নিদর্শনাদির সংগ্রহশালা আছে।
১ম বিশ্বযুদ্ধের পরে মিউনিখ উগ্র ডানপন্থী রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এখান থেকেই আডলফ হিটলার ও নাৎসিবাদের উত্থান ঘটে। ২য় বিশ্বযুদ্ধের সময় মিউনিখ শহর থেকে মাত্র ১০ মাইল দূরত্বে কুখ্যাত ডাখাউ ইহুদী বন্দীশিবিরটি নির্মাণ করা হয়েছিল। ১৯৭২ সালের অলিম্পিক প্রতিযোগিতা চলার সময় ফিলিস্তিনি জঙ্গী দল "কালো সেপ্টেম্বর" মিউনিখ থেকে ১১ জন ইসরায়েলি ক্রীড়াবিদকে অপহরণ করলে শহরটি আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ হয়। বর্তমানে এখানে অপরাধের হার খুবই কম। ব্রিটিশ সাময়িকী মোনকল ২০১৮ সালে ধূলাবালিহীন, নির্মল, পরিচ্ছন্ন মিউনিখ শহরকে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের মর্যাদা দান করে।[২]
শিক্ষা ও সংস্কৃতি
সম্পাদনাকলেজ ও বিশ্ববিদ্যালয়
সম্পাদনা1901 সালে উইলহেলম রন্টজেন থেকে 2005 সালে থিওডর ডব্লিউ হ্যানশ পর্যন্ত নোবেল পুরস্কার বিজয়ীদের দীর্ঘ তালিকা সহ বিজ্ঞান ও গবেষণার জন্য মিউনিখ একটি শীর্ষস্থানীয় স্থান।
মিউনিখ লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয় (LMU) এবং মিউনিখ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (TUM), প্রথম তিনটি জার্মান বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটি ছিল যারা শিক্ষাবিদ এবং শিক্ষা ও গবেষণা মন্ত্রনালয়ের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি বাছাই কমিটি দ্বারা খেতাব অভিজাত বিশ্ববিদ্যালয়ে ভূষিত হয়েছিল ফেডারেশন এবং জার্মান রাজ্যের ভিতর.
- মিউনিখ লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয় (এলএমইউ), 1472 সালে ইঙ্গোলস্ট্যাডে প্রতিষ্ঠিত, 1826 সালে মিউনিখে স্থানান্তরিত হয়।
- মিউনিখ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (টিইউএম), 1868 সালে প্রতিষ্ঠিত ।
- ইউক্রেনীয় ফ্রি বিশ্ববিদ্যালয়, 1921 সালে প্রতিষ্ঠিত (1945 থেকে - মিউনিখে)
- ইউনিভার্সিটি অফ টেলিভিশন অ্যান্ড ফিল্ম মিউনিখ (Hochschule für Fernsehen und Film), 1966 সালে প্রতিষ্ঠিত।
- মিউনিখ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস (এইচএম), 1971 সালে প্রতিষ্ঠিত।
- নিউ ইউরোপিয়ান কলেজ, 2014 সালে প্রতিষ্ঠিত
যোগাযোগ
সম্পাদনামিউনিখের একটি ভূগর্ভস্থ মেট্রো, ট্রাম, বাস এবং উচ্চ-গতির রেল সমন্বিত একটি বিস্তৃত গণপরিবহন ব্যবস্থা রয়েছে। 2015 সালে, মিউনিখের ট্রান্সপোর্ট মডেল শেয়ার ছিল 38 শতাংশ পাবলিক ট্রান্সপোর্ট, 25 শতাংশ গাড়ি, 23 শতাংশ হাঁটা, এবং 15 শতাংশ সাইকেল। এর পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম সেই বছর 566 মিলিয়ন যাত্রী ভ্রমণ করেছে। মিউনিখ হল একটি উন্নত আঞ্চলিক পরিবহন ব্যবস্থার কেন্দ্রবিন্দু, যার মধ্যে রয়েছে জার্মানির দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর এবং বার্লিন-মিউনিখ হাই-স্পিড রেলপথ, যা মিউনিখকে জার্মানির রাজধানী শহরের সাথে সংযুক্ত করে প্রায় 4 ঘন্টার ভ্রমণের সময়। ফ্লিক্সমোবিলিটি যা আন্তঃনগর কোচ পরিষেবা অফার করে তার সদর দফতর মিউনিখে। বাণিজ্য মেলা ট্রান্সপোর্ট লজিস্টিক প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়।
গনপরিবহন
সম্পাদনারেলওয়ে এবং মেট্রোরেল বা সাবওয়ে
সম্পাদনা2.6 মিলিয়ন মানুষের শহুরে জনসংখ্যার জন্য, মিউনিখ এবং এর নিকটতম শহরতলিতে মিউনিখ উ-বাহন, মিউনিখ এস-বাহন, ট্রাম এবং বাসগুলিকে অন্তর্ভুক্ত করে গণপরিবহনের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। সিস্টেমটি মিউনিখ ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যারিফ অ্যাসোসিয়েশন দ্বারা তত্ত্বাবধান করা হয়। মিউনিখ ট্রামওয়ে হল শহরের প্রাচীনতম বিদ্যমান পাবলিক পরিবহন ব্যবস্থা, যা 1876 সাল থেকে চালু রয়েছে। মিউনিখে বাস লাইনের একটি বিস্তৃত নেটওয়ার্কও রয়েছে। সপ্তাহের দিনে মিউনিখে পাবলিক ট্রানজিটের মাধ্যমে কর্মস্থলে যাতায়াতের জন্য এবং যাতায়াতের সময় মানুষদের গড় সময় 56 মিনিট। সাবওয়ে এবং ট্রাম লাইনের বিস্তৃত নেটওয়ার্ক শহরের কেন্দ্রে পথচারীদের চলাচলে সহায়তা করে এবং পরিপূরক করে। 700 মিটার লম্বা কাউফিঙ্গার স্ট্রাসে, যা মূল ট্রেন স্টেশনের কাছে শুরু হয়, একটি পথচারীর পূর্ব-পশ্চিম মেরুদণ্ড তৈরি করে যা প্রায় পুরো কেন্দ্রটি অতিক্রম করে। প্রধান মেরুদণ্ড এবং অনেক ছোট রাস্তা কেন্দ্রের একটি বিস্তৃত এলাকা জুড়ে যা পায়ে এবং বাইকে উপভোগ করা যেতে পারে। এই বৈশিষ্ট্যগুলি ফিল্টার করা ব্যাপ্তিযোগ্যতার নীতি প্রয়োগ করার ফলে। পথচারী এবং সাইকেল পাথ, যা পুরো মিউনিখ শহরের কেন্দ্রে বিস্তৃত, পাবলিক স্কোয়ার এবং আনন্দের জন্য খোলা জায়গার মধ্য দিয়ে যায়। মিউনিখ শহরের কেন্দ্রটি নগর পরিকল্পনার অধীন ছিল এবং গ্রিড পরিকল্পনা অনুযায়ী আশেপাশের এলাকা এবং জেলাগুলিকে সাজানোর জন্য একটি ব্যাপক মডেল রয়েছে
মিউনিখ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন
সম্পাদনাMünchen Hauptbahnhof হল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন এবং মিউনিখের দূর-দূরত্বের স্টেশন।
মিউনিখ সেন্ট্রাল ট্রেন স্টেশনটি প্রতিদিন প্রায় 450,000 যাত্রীদের পরিষেবা দেয়, যা এটিকে জার্মানির অন্যান্য বড় স্টেশনগুলির সাথে সমান করে তোলে৷ München Ost রেলওয়ে স্টেশনের পাশাপাশি মিউনিখ সেন্ট্রাল ট্রেন স্টেশন হল জার্মানির 21টি স্টেশনের মধ্যে দুটিকে ডয়েচে বাহন বিভাগ 1 স্টেশন হিসাবে শ্রেণীবদ্ধ করেছে।
কেন্দ্রীয় প্রধান লাইন স্টেশন হল 32টি প্ল্যাটফর্ম সহ একটি টার্মিনাল স্টেশন। 2টি প্ল্যাটফর্ম সহ ভূগর্ভস্থ এস-বাহন এবং 6টি প্ল্যাটফর্ম সহ U-বাহন স্টেশনগুলি স্টেশনগুলির মাধ্যমে।
আকাশপথ
সম্পাদনাফ্রাঞ্জ জোসেফ স্ট্রস আন্তর্জাতিক বিমানবন্দর (IATA: MUC, ICAO: EDDM) হল জার্মানির দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর এবং লন্ডন হিথ্রো, প্যারিস চার্লস ডি গল, ফ্রাঙ্কফুর্ট, আমস্টারডাম, মাদ্রিদ এবং ইস্তাম্বুল বিমানবন্দর পরে ইউরোপের সপ্তম বৃহত্তম বিমানবন্দর। এটি বছরে প্রায় 46 মিলিয়ন যাত্রী ব্যবহার করে এবং শহরের কেন্দ্র থেকে প্রায় 30 কিমি (19 মাইল) উত্তর-পূর্বে অবস্থিত। এটি 1992 সালে ছোট মিউনিখ-রিয়েম বিমানবন্দরকে প্রতিস্থাপন করে। শহর থেকে শহরতলির ট্রেন লাইনের মাধ্যমে বিমানবন্দরে পৌঁছানো যায়। মূল রেলস্টেশন থেকে যাত্রায় 40-45 মিনিট সময় লাগে। একটি এক্সপ্রেস ট্রেন যোগ করা হবে যা ডেডিকেটেড ট্র্যাকগুলিতে সীমিত স্টপ সহ ভ্রমণের সময় কমিয়ে 20-25 মিনিট করবে। একটি চৌম্বকীয় লেভিটেশন ট্রেন (যাকে বলা হয় ট্রান্সরাপিড), যা 10 মিনিটের ভ্রমণ সময়ে কেন্দ্রীয় স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত 400 কিমি/ঘন্টা (249 মাইল) গতিতে চলার কথা ছিল, অনুমোদন করা হয়েছিল, কিন্তু এটি বাতিল করা হয়েছিল। মার্চ 2008 কারণ খরচ বৃদ্ধি এবং ভারী প্রতিবাদের পরে. 2003 সালে টার্মিনাল 2 খোলার সময় লুফথানসা বিমানবন্দরে তার দ্বিতীয় হাব খুলেছিল।
খেলাধুলা
সম্পাদনাফুটবল এই শহরের জনপ্রিয় খেলা। এফসি বায়ার্ন মিউনিখ এই শহরের তথা জার্মানির অন্যতম প্রসিদ্ধ ফুটবল ক্লাব। অ্যালিয়াঞ্জ অ্যারেনা এদের ঘরের মাঠ। ২০০৬ ফিফা বিশ্বকাপ-এর সেমি-ফাইনাল ও দ্বিতীয় রাউন্ডের ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়।
১৯৭২ গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতার আসর এই শহরে বসে।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- muenchen.de - the city's own website
- WikiSatellite view of Munich at WikiMapia
- Münchner Verkehrs- und Tarifverbund - public transport network
- Oktoberfest - official website, information in both English and German
- Toytown Munich ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জুলাই ২০০৭ তারিখে - community website for Munich's English-speaking population
- Munich City Panoramas - Panoramic Views and virtual Tours
- আলোকচিত্র