মিলেভা মেরিক
সার্বিয়ান গণিতবিদ ও আলবার্ট আইনস্টাইনের স্ত্রী
(Mileva Marić থেকে পুনর্নির্দেশিত)
মিলেভা মেরিক (ডিসেম্বর ১৯, ১৮৭৫ - আগস্ট ৪, ১৯৪৮) ছিলেন পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী (১৯০৩-১৯১৯) এবং তার তিন সন্তানের জননী। তিনি একাধারে আইনস্টাইনের সহকর্মী এবং সহধর্মিণী ছিলেন। ধারণা করা হয় তিনি আইনস্টাইনের প্রথম পর্যায়ের গবেষণা কাজ ও আবিষ্কারসমূহের ক্ষেত্রে অবদান রেখেছিলেন। কিন্তু তার অবদান কতখানি ছিল বা তার গুরুত্ব কতটুকু সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
মিলেভা মেরিক Милева Марић | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৪ আগস্ট ১৯৪৮ | (বয়স ৭২)
সমাধি | নর্ডহিম কবরস্থান, জুরিখ, সুইজারল্যান্ড |
অন্যান্য নাম | মিলেভা মেরিক-আইনস্টাইন |
মাতৃশিক্ষায়তন | ফেডারাল পলিটেকনিক (এখন সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি হিসাবে পরিচিত) |
পেশা | গণিতবিদ |
দাম্পত্য সঙ্গী | আলবার্ট আইনস্টাইন (বি. ১৯০৩; বিচ্ছেদ. ১৯১৯) |
সন্তান | "লাইজারেল" আইনস্টাইন হান্স অ্যালবার্ট আইনস্টাইন Eduard "Tete" Einstein |
পিতা-মাতা | মিলোস মেরিক মারিজা রুজিক-মেরিক |