মেটাক্রিটিক
একটি ওয়েবসাইট যা গানের অ্যালবাম, কম্পিউটার গেম্স, চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান, ডিভিডি এবং বই
(MetaCritic থেকে পুনর্নির্দেশিত)
মেটাক্রিটিক (ইংরেজি ভাষায়: Metacritic) একটি ওয়েবসাইট যা গানের অ্যালবাম, কম্পিউটার গেম্স, চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান, ডিভিডি এবং বইয়ের রিভিউ তথা সমালোচনা সংগ্রহ এবং প্রকাশ করে। অ্যালবাম, গেম্স, সিনেমা, অনুষ্ঠান, ডিভিডি বা বইয়ের রিভিউ থেকে একটি শতকরা রেটিং গ্রহণ করা হয়। এই রেটিং এর গড় করার মাধ্যমে উক্ত বিষয়ের সামগ্রিক রেটিং প্রদান করা হয়। প্রতিটি বিষয় নিয়ে পৃথক পৃথক পৃষ্ঠা রয়েছে এতে। সবুজ, হলুদ এবং লাল রংয়ের মাধ্যমে সমালোচকদের সমালোচনার পর্যায়ে প্রকাশ করা হয়। এর ফলে বিষয়টির সামগ্রিক মান বিবেচনা করা যায়।
এ যাবৎ সর্বাধিক রেটিংকৃত চলচ্চিত্র
সম্পাদনা- ২০০০: দ্য ডিস্ক্রীট চার্ম অফ দ্য বুর্জোয়াসি (৯৩)
- ২০০১: দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য ফেলোশিপ অফ দ্য রিং (৯২)
- ২০০২: স্পিরিটেড অ্যাওয়ে (৯৪)
- ২০০৩: দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিটার্ন অফ দ্য কিং (৯৪)
- ২০০৪: সাইডওয়েস (৯৪)
- ২০০৫: দ্য বেস্ট অফ ইয়ুথ (৮৯)
- ২০০৬: আর্মি অফ শ্যাডোস (৯৯)
- ২০০৭: র্যাটাটুই (৯৬)
- ২০০৮ (এখন পর্যন্ত): ৪ লুনি, ৩ সাপ্তামানি সি ২ জিলে (৯৭)