মারভিন ডিলন

ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার
(Mervyn Dillon থেকে পুনর্নির্দেশিত)

মারভিন ডিলন (ইংরেজি: Mervyn Dillon; জন্ম: ৫ জুন, ১৯৭৪) ত্রিনিদাদ ও টোবাগো’র টোকো এলাকার মিশন ভিলেজে জন্মগ্রহণকারী সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৯৭ থেকে ২০০৪ সময়কালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। কোর্টনি ওয়ালশকার্টলি অ্যামব্রোসের অবসর গ্রহণের পর তিনি দলের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন। এ প্রসঙ্গে সাইমন ব্রিগস মন্তব্য করেন যে, কোর্টনি ওয়ালশের প্রকৃতিপ্রদত্ত উত্তরাধিকারী তিনি।[]

মারভিন ডিলন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মারভিন ডিলন
জন্ম (1974-06-05) ৫ জুন ১৯৭৪ (বয়স ৫০)
টোকো, ত্রিনিদাদ ও টোবাগো
উচ্চতা৬ ফুট ৪ ইঞ্চি (১.৯৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২১৬)
১৪ মার্চ ১৯৯৭ বনাম ভারত
শেষ টেস্ট১৬ জানুয়ারি ২০০৪ বনাম দক্ষিণ আফ্রিকা
ওডিআই অভিষেক৩ নভেম্বর ১৯৯৭ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ ওডিআই২৬ জানুয়ারি ২০০৫ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৬-২০০৮ত্রিনিদাদ ও টোবাগো
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৩৮ ১০৮ ৯১ ১৬১
রানের সংখ্যা ৫৪৯ ২২৭ ১,০৫২ ৪৫৯
ব্যাটিং গড় ৮.৪৪ ৭.৩২ ৮.২৮ ৮.৫০
১০০/৫০ ০/০ ০/০ ০/১ ০/০
সর্বোচ্চ রান ৪৩ ২১* ৫২ ৪১
বল করেছে ৮,৭০৪ ৫,৪৮০ ১৭,০০১ ৭,৯১৮
উইকেট ১৩১ ১৩০ ২৯১ ১৮৮
বোলিং গড় ৩৩.৫৭ ৩২.৪৪ ২৯.২০ ৩০.৩৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৫/৭১ ৫/২৯ ৬/৪০ ৫/২৯
ক্যাচ/স্ট্যাম্পিং ১৬/– ২০/– ৩৫/– ৩৫/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩ সেপ্টেম্বর ২০১৬

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

২১ নভেম্বর, ২০০১ তারিখে ক্যান্ডি’র আসগিরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে স্মরণীয় ওভারের সাথে তার নাম জড়িয়ে রয়েছে। খেলা চলাকালীন পেটের প্রচণ্ড ব্যথায় আক্রান্ত হওয়ায় নিজস্ব তৃতীয় ওভারে দুই বল পর কলিন স্টুয়ার্ট ঐ ওভারটি সম্পন্নের জন্য বোলিং করেন। কিন্তু স্টুয়ার্টের প্রথম তিন বলের দুটি বেশ উঁচুতে ফুল-টসের বোলিং করায় আম্পায়ার জন হ্যাম্পশায়ার বোলিং থেকে তাকে প্রত্যাহার করেন ও ক্রিস গেইল তার অফ ব্রেক বোলিং করে ওভারটি শেষ করতে সক্ষম হন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটিই একমাত্র ঘটনা, যেখানে একটি ওভারের সাথে তিনজন বোলার সম্পৃক্ত ছিলেন।[] নভেম্বর, ২০০৭ সালে ইন্ডিয়ান ক্রিকেট লীগে বিদেশী খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন তিনি।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Briggs, Simon (সেপ্টেম্বর ২০০৪)। "Mervyn Dillon"Cricinfo। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০০৭ 
  2. Frindall, Bill (২০০৯)। Ask BeardersBBC Books। পৃষ্ঠা 138আইএসবিএন 978-1-84607-880-4। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১১ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা