সংসদ সদস্য, রাজ্যসভা
রাজ্যসভার একজন সংসদ সদস্য (সংক্ষেপে: এমপি) হলেন ভারতের সংসদের দুটি কক্ষের একটিতে (রাজ্যসভা) ভারতীয় রাজ্যগুলির প্রতিনিধি। রাজ্যসভার সাংসদরা একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতিতে রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের ইলেক্টোরাল কলেজ দ্বারা নির্বাচিত হন। ভারতের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট; রাজ্যসভা (উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্য পরিষদ) এবং লোকসভা (নিম্ন কক্ষ বা জনগণের কক্ষ)। রাজ্যসভার মোট সদস্য সংখ্যা লোকসভার সংসদ সদস্যদের চেয়ে কম এবং নিম্নকক্ষের (লোকসভা) চেয়ে বেশি সীমাবদ্ধ ক্ষমতা রয়েছে।[২] রাজ্যসভার সদস্যপদ লোকসভার সদস্যপদ থেকে ভিন্ন, এটি একটি স্থায়ী সংস্থা এবং যে কোনো সময় বিলুপ্ত করা যায় না। যাইহোক, প্রতি দ্বিতীয় বছর, সদস্যদের এক তৃতীয়াংশ অবসরপ্রাপ্ত হয় এবং প্রতি তৃতীয় বছরের শুরুতে নতুন নির্বাচন এবং রাষ্ট্রপতি মনোনয়নের মাধ্যমে শূন্যপদ পূরণ করা হয়।[৩]
সংসদ সদস্য | |
---|---|
সংসদ বিষয়ক মন্ত্রক | |
ধরন | ভারতীয় সংসদের উচ্চ কক্ষ |
অবস্থা | সক্রিয় |
সংক্ষেপে | এমপি |
এর সদস্য | রাজ্যসভা |
যার কাছে জবাবদিহি করে | ভারতের উপরাষ্ট্রপতি |
বাসভবন | রাজ্যসভা চেম্বার, সংসদ ভবন, সংসদ মার্গ, নতুন দিল্লি, ভারত - ১১০ ০০১ |
আসন | ভারতীয় সংসদ |
মেয়াদকাল | ৬ বছর; নবায়নযোগ্য |
গঠনের দলিল | ভারতের সংবিধানের চতুর্থ তফসিল |
গঠন | ২৬ জানুয়ারি ১৯৫০ |
ডেপুটি | সংসদ সদস্য, লোকসভা |
বেতন | ₹ ৩,৩০,০০০ (ইউএস$ ৪,০৩৩.৬৯) (ভাতাসহ) প্রতিমাসে[১] |
ওয়েবসাইট | rajyasabha |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Salaries, allowances and facilities to Members" (পিডিএফ)। Lok Sabha website। ২৩ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৬।
- ↑ "Member of Parliament"। elections.in। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬।
- ↑ "The Indian Parliament"। PRS Legislative Research। ১০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬।