নিউটন (একক)

এসআই একক
(Meganewton থেকে পুনর্নির্দেশিত)
নিউটন
এককের তথ্য
একক পদ্ধতিএস. আই.লব্ধ একক
যার এককবল
প্রতীকN
যার নামে নামকরণস্যার আইজ্যাক নিউটন
একক রূপান্তর
১ N ...... সমান ...
   এস. আই.ভিত্তিক একক   kgms−2
   ব্রিটিশ মহাকর্ষীয় সিস্টেম   ১ নিউটন (০.২২৪৮০৮৯ পাউন্ড-বল)*

সংজ্ঞা

সম্পাদনা

এক কিলোগ্রাম ভরের কোন বস্তুকে এক মিটার/বর্গ-সেকেন্ড ত্বরণ দিতে এর উপর যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, তাকে এক নিউটন বল বলা হয়। গাণিতিকভাবে,
:১ নিউটন = ১ কেজি*মি/সেকেন্ড

উদাহরণ

সম্পাদনা
  • প্রায় ১০২ গ্রাম ভরের বস্তুর (যেমন, একটি ছোট আপেল) উপর পৃথিবী অভিক‌র্ষীয় বলের মান ১ নিউটন।
  • পৃথিবীর পৃষ্টে ১ কেজি ভরের বস্তুর উপর প্রায় ৯.৮১ নিউটন নিন্মমুখি বল প্রযুক্ত হয়।
  • ৭০ কেজি ভরের একজন মানুষের উপর পৃথিবী অভিক‌র্ষীয় বলের মান প্রায় ৬৮৬ নিউটন।
  • বল পরিমাপের বহুল ব্যবহৃত আরেকটি একক কিলোনিউটন বা kN. ১ কিলোনিউটন = ১০০০ নিউটন