মারাঁ মের্সেন
ফরাসি গণিতবিদ
(Marin Mersenne থেকে পুনর্নির্দেশিত)
মারাঁ মের্সেন[১] (ফরাসি: Marin Mersenne) (সেপ্টেম্বর ৮, ১৫৮৮ - সেপ্টেম্বর ১, ১৬৪৮) একজন ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ। আধুনিক যুগে এসে তিনি মের্সেন মৌলিক সংখ্যার জন্য বিখ্যাত। এগুলি কম্পিউটার প্রকৌশল এবং তথ্যগুপ্তিবিদ্যাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কিছু পূর্ণসংখ্যা n এর জন্য মের্সেন মৌলিক সংখ্যাকে সাধারণত Mn = 2n - 1 আকারে লেখা হয়। গিটার, পিয়ানো প্রভৃতি বাদ্যযন্ত্রে যে তার (স্ট্রিং) থাকে সেই তার থেকে উৎপন্ন কম্পন যে সুরের ঐকতান সৃষ্টি করে তা নিয়ে গবেষণা করে মের্সেন একটি সূত্রের তৈরি করেছিলেন। সঙ্গীত তত্ত্বে তার মৌলিক কাজ, হারমোনি ইউনিভার্সেল (Harmonie universelle) এর জন্য তাকে "ধ্বনিবিজ্ঞানের জনক" বলা হয়।[২][৩]
পাদটীকা
সম্পাদনা- ↑ এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
- ↑ Bohn, Dennis A. (১৯৮৮)। "Environmental Effects on the Speed of Sound" (পিডিএফ)। Journal of the Audio Engineering Society। 36 (4): 223–231। ১ আগস্ট ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৪।
- ↑ Simmons, George F. (1992/2007). Calculus Gems: Brief Lives and Memorable Mathematics, p. 94. MAA. আইএসবিএন ৯৭৮০৮৮৩৮৫৫৬১৪.
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |