মিডল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার
মিডল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার(এমবিসি) গ্রুপ হল আরব বিশ্বের সর্বপ্রথম বেসরকারি ফ্রি-টু-এয়ার(বিনামূল্যে সম্প্রচারিত) স্যাটেলাইট সম্প্রচার প্রতিষ্ঠান। ১৯৯১ সালে লন্ডন থেকে এর সম্প্রচার কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে ২০০২ সালে দুবাইয়ে এর সদর দপ্তরসমূহে সম্পূর্ণ ব্যবস্থাপনা স্থানান্তরিত হয়। এমবিসি গ্রুপ তথ্য,মিথষ্ক্রিয়া ও বিনোদননির্ভর বহুসংখ্যক চ্যানেল পরিচালনা করে। বর্তমানে এম বি সি গ্রুপের দশটি টেলিভিশন চ্যানেল[২], দুইটি এফ.এম. রেডিও এবং উন্নতমানের প্রামাণ্যচিত্র ইউনিটসহ একটি নিজস্ব প্রোডাকশন রয়েছে।
ধরন | বেসরকারী |
---|---|
দেশ | সৌদি আরব |
প্রতিষ্ঠিত | ১৮ সেপ্টেম্বর ১৯৯১ যুক্তরাজ্য |
স্লোগান | উই সি হোপ এভরিহোয়ার |
প্রধান কার্যালয় | দুবাই, সংযুক্ত আরব আমিরাত |
মালিকানা | ওয়ালিদ আল ইব্রাহিম |
বিশেষ ব্যক্তি | শাইখ ওয়ালিদ আল ইব্রাহিম, সভাপতি স্যাম বারনেট (সিইও)[১] |
অফিসিয়াল ওয়েবসাইট | MBC.net |
টেলিভিশন চ্যানেলসমূহের তালিকা
সম্পাদনাআরবি ভাষার পারিবারিক বিনোদন|
২৪-ঘণ্টাব্যাপী ছায়াছবি|
শিশু ও কিশোরদের বিনোদন|
নব্য আরব মহিলাদের জন্য বিনোদন|
অ্যাকশন ধারাবাহিক ও বিনোদন|
ফারসি ভাষায় ডাবিংকৃত ছায়াছবির ২৪ ঘণ্টার চ্যানেল|
আরবি ভাষায় ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল|
২৪ ঘণ্টা ভারতীয় অনুষ্ঠানের চ্যানেল|
আরবি গানের চ্যানেল|
২৪ ঘণ্টা আরবি নাটকের চ্যানেল|
রেডিও চ্যানেলের তালিকা
সম্পাদনা- এমবিসি এফএম.
- প্যানোরামা এফএম.
ওথ্রি প্রোডাকশনস
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sam Barnett becomes MBC CEO"। Dubai News। ৬ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ english.mbc.net[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]