স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব

(Liberté, égalité, fraternité থেকে পুনর্নির্দেশিত)

স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব, অথবা মৃত্যু (ফরাসি: Liberté, égalité, fraternité, ou la mort!)[] একটি শ্লোগান। এটি ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিলো। স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব, ফ্রান্স এবং হাইতি প্রজাতন্ত্রের জাতীয় মূলমন্ত্র এবং ত্রয়ী মূলমন্ত্রের এক বিশেষ উদাহরণ। শ্লোগানটির প্রবক্তা জঁ-জাক রুসো, যিনি ছিলেন একজন ফরাসি দার্শনিক। যদিও এটি ফরাসী বিপ্লবের মধ্যে এর সূত্রপাত হয়েছিল, তবুও এটি মানুষের মধ্যে কেবলমাত্র একটি উদ্দেশ্য ছিল এবং ঊনবিংশ শতাব্দীর শেষদিকে তৃতীয় প্রজাতন্ত্রের আগে পর্যন্ত এটি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় নি।

নোটসমূহ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Liberty, Égalité, Brotherhood"। Embassy of France in the US। ২০০৭-০৩-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-০১