লাবিদ
(Labīd থেকে পুনর্নির্দেশিত)
লাবিদ (আরবী: لَبيد بن ربيعة بن مالك أبو عقيل العامِري; ইংরেজি: Labīd অথবা Abu Aqil Labīd ibn Rabī'ah) (জন্ম: খৃস্টপূর্ব ৫৬১–৬৬১) একজন আরব্য কবি। জন্ম আরবের হাওয়াঝিন গ্রোত্রের অন্তর্গত বানু 'আমির বংশে। অল্প বয়স থেকে ছিলেন একজন সক্রিয় যোদ্ধা। তার কবিতার বিষয়বস্তু ছিল মুলত সে সময়কার আন্ত:গ্রোত্রীয় বিরোধ।
তথ্যসূত্র
সম্পাদনা- এই নিবন্ধটি একটি প্রকাশন থেকে অন্তর্ভুক্ত পাঠ্য যা বর্তমানে পাবলিক ডোমেইনে: চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। ব্রিটিশ বিশ্বকোষ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস।