ঝং
(Jhang থেকে পুনর্নির্দেশিত)
ঝং (পাঞ্জাবী এবং উর্দু: جھنگ) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কেন্দ্রীয় অঞ্চলের ঝং জেলার রাজধানী শহর। এটি চিনাব নদীর পূর্ব তীরে অবস্থিত। ২০১৭ সালের আদমশুমারি আনুমানিক হিসাব অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যা ছিল প্রায় ৪১৪,১৩১ জন এর মত।[১] এটি সুলতান বাহু এবং হীর ও রঞ্জা সমাধির জন্য পরিচিত।
ঝং Jhang جھنگ | |
---|---|
শহর | |
স্থানাঙ্ক: ৩১°১৬′১০″ উত্তর ৭২°১৮′৫৮″ পূর্ব / ৩১.২৬৯৪৪° উত্তর ৭২.৩১৬১১° পূর্ব | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | পাঞ্জাব |
জেলা | ঝং জেলা |
জনসংখ্যা (২০১৭) | |
• মোট | ৪,১৪,১৩১ |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
পোস্টাল কোড | ৩৫২০০ |
কলিং কোড | ৪৭ |
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- লাহোর কলেজ ফর উইমেন ইউনিভার্সিটি (ঝং ক্যাম্পাস)
- পশু-চিকিৎসক ও পশু বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (ঝং ক্যাম্পাস)
- সরকারি পোস্ট স্নাতক কলেজ, ঝং
- চিনাব কলেজ ঝাং, ঝাং
- ফারান মডেল কলেজ ঝাং
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা
পাকিস্তান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |