হেলমান্দ প্রদেশ

আফগানিস্তানের একটি প্রদেশ
(Helmand Province থেকে পুনর্নির্দেশিত)

হেলমান্দ প্রদেশ (ফার্সি: هلمند) আফগানিস্তানের ৩৪টি প্রদেশের একটি। এটি আফিগানিস্তানের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত। লাশকার গহ শহর প্রদেশের রাজধানী। এটি মূলত একটি মরুময় অঞ্চল। হেলমান্দ নদী প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং সেচের পানি সরবরাহ করে। হেলমান্দ প্রদেশে প্রায় সাড়ে সাত লক্ষ লোকের বাস। বেশির ভাগ লোক পশতুন জাতির। এছাড়া এখানে হাজারা, বালোচি, ব্রাহুই এবং তাজিক জাতির লোকেরাও বাস করে। []

হেলমান্দ (هلمند)
প্রদেশ
দেশ আফগানিস্তান
রাজধানী লাশকার গহ
 - স্থানাঙ্ক ৩১°০০′ উত্তর ৬৪°০০′ পূর্ব / ৩১.০° উত্তর ৬৪.০° পূর্ব / 31.0; 64.0
ক্ষেত্র ৫৮,৫৮৪ বর্গকিলোমিটার (২২,৬১৯ বর্গমাইল)
জনসংখ্যা ৭৪৫,০০০ [২]
সময় অঞ্চল UTC+4:30
প্রধান ভাষা পশতু
আফগানিস্তানের মানচিত্রে হেলমান্দ প্রদেশের অবস্থান
আফগানিস্তানের মানচিত্রে হেলমান্দ প্রদেশের অবস্থান
আফগানিস্তানের মানচিত্রে হেলমান্দ প্রদেশের অবস্থান

হেলমান্দ বিশ্বের বৃহত্তম আফিম-উৎপাদনকারী অঞ্চল।ছিল []

তবে ২০২১ সালে তালিবান তালেবান ক্ষমতায় আসার পর মাদক বিরোধী অভিযানের ফলে একদম শূন্যেয় নিয়ে আসে ইসলামী ইমারাত আফগানিস্তানের তালেবান সরকার

তথ্যসূত্র

সম্পাদনা