কুয়েই-ইয়াং
কুয়েই-ইয়াং গণচীনের দক্ষিণ-পশ্চিম ভাগে অবস্থিত কুয়েইচৌ প্রদেশের রাজধানী। নগরীটি প্রদেশের কেন্দ্রভাগে, ইউন্নান-কুয়েইচৌ মালভূমির পূর্বে এবং উ নদীর একটি শাখানদী নানমিং নদীর উত্তর তীরে অবস্থিত। সমুদ্র সমতল থেকে নগরীটির উচ্চতা প্রায় ১১০০ মিটার এবং এর আয়তন প্রায় ৮০৩৪ বর্গকিলোমিটার।[১] চীনের ২০১০ সালের জনগণনা অনুযায়ী নগরীর জনসংখ্যা ছিল ৪৩ লক্ষেরও বেশি, যাদের মধ্যে ৩০ লক্ষের বেশি লোক ৭টি পৌর জেলাতে বসবাস করত।[২]
কুয়েই-ইয়াং 贵阳市 | |
---|---|
জেলা-স্তরের নগরী | |
কুয়েইচৌ এবং গণচীনে কুয়েই-ইয়াং নগরীর অবস্থান | |
গণচীনে অবস্থান | |
স্থানাঙ্ক (কুয়েই-ইয়াং পৌরসভা সরকার): ২৬°৩৮′৪৯″ উত্তর ১০৬°৩৭′৪৮″ পূর্ব / ২৬.৬৪৭° উত্তর ১০৬.৬৩০° পূর্ব | |
দেশ / রাষ্ট্র | গণচীন |
প্রদেশ | কুয়েইচৌ |
সরকার | |
• দলীয় সচিব | সুন চিকাং |
• নগরপাল | ছেন ইয়েন |
আয়তন | |
• জেলা-স্তরের নগরী | ৮,০৩৪ বর্গকিমি (৩,১০২ বর্গমাইল) |
• পৌর এলাকা | ২,৪০৩.৪ বর্গকিমি (৯২৮.০ বর্গমাইল) |
• মহানগর | ২,৪০৩.৪ বর্গকিমি (৯২৮.০ বর্গমাইল) |
উচ্চতা | ১,২৭৫ মিটার (৪,১৮৩ ফুট) |
জনসংখ্যা (২০১৬-এর প্রাক্কলন) | |
• জেলা-স্তরের নগরী | ৪৬,৯৬,৮০০ |
• জনঘনত্ব | ৫৮০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৩৪,৮৩,১০০ |
• পৌর এলাকার জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল) |
• মহানগর | ৩৪,৮৩,১০০ |
• মহানগর জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | চীনা মান (ইউটিসি+০৮:০০) |
ডাক সঙ্কেত | ৫৫০০০০ |
এলাকা কোড | (০)৮৫১ |
আইএসও ৩১৬৬ কোড | CN-GZ-01 |
লাইসেন্স প্লেটের উপসর্গসমূহ | 贵A |
ওয়েবসাইট | gygov |
কুয়েই-ইয়াং | |||||||||||||||||||||||||||||
সরলীকৃত চীনা | 贵阳 | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ঐতিহ্যবাহী চীনা | 貴陽 | ||||||||||||||||||||||||||||
হান-ইউ ফিনিন | Guìyáng | ||||||||||||||||||||||||||||
আক্ষরিক অর্থ | "কুয়েই পর্বতের দক্ষিণ ঢাল" | ||||||||||||||||||||||||||||
|
পর্বত ও অরণ্য দ্বারা বেষ্টিত কুয়েই-ইয়াং নগরীর জলবায়ু আর্দ্র উপক্রান্তীয় প্রকৃতির। ২০০৪ সালের নভেম্বর মাসে চীনের রাষ্ট্রীয় অরণ্যবিদ্যা প্রশাসন সবুজ শ্যামলে পূর্ণ কুয়েই-ইয়াংকে চীনের সর্বপ্রথম "জাতীয় অরণ্য নগরী"-র মর্যাদা দেয়। কুয়েই-ইয়াংয়ের ৪৬.৫% এলাকাই অরণ্যে আবৃত। এখানে ১১টি অরণ্য উদ্যান আছে। শহরকে ঘিরে থাকা অরণ্যের বেষ্টনী শহরের পরিবেশকে সুরক্ষা দান করেছে এবং ২০১৮ সালে কুয়েই-ইয়াংয়ের বায়ুর মান চীনের সমস্ত নগরীর মধ্যে ৯ম সর্বোচ্চ স্থান অধিকার করে। ২০১৮ সালের নভেম্বর মাসে কুয়েই-ইয়াং নগরীকে সাংহাই, খুনমিং ও সুচৌয়ের পাশাপাশি চীনের সর্বোচ্চ মানসম্পন্ন ৪টি পর্যটন নগরীর একটি হিসেবে চীনা জাতীয় পর্যটন সাময়িকীতে নির্বাচিত করা হয়। এর আগে ২০০৭ সালে কুয়েই-ইয়াংকে চীনের সেরা গ্রীষ্মকালীন অবকাশযাপন কেন্দ্র এবং ২০১৬ সালে সারা বিশ্বের সেরা ১০টি গ্রীষ্মকালীন অবকাশযাপন কেন্দ্রের একটি হবার মর্যাদা লাভ করে।[৩]
এই এলাকাটিতে ন্যূনপক্ষে বসন্ত ও শরৎ পর্ব (খ্রিস্টপূর্ব ৮ম থেকে ৫ম শতক) থেকে মানববসতির উপস্থিতি আছে। ১৪১৩ খ্রিস্টাব্দে এসে ইউয়ান রাজবংশের শাসনামলে এসে আনুষ্ঠানিকভাবে শহরটি চারপাশের অঞ্চলের রাজধানীতে পরিণত হয়। এই নগরীতে মিয়াও জাতি ও পৌইয়েই জাতির লোকের বৃহৎ সংখ্যালঘু সম্প্রদায় বাস করে। কুয়েই-ইয়াংয়ের অর্থনীতি বৈচিত্র্যায়িত। ২য় বিশ্বযুদ্ধের পরে এখানে শিল্পোৎপাদন খাতের বিকাশ ঘটে এবং ঐতিহ্যগতভাবে এটি অ্যালুমিনিয়াম, লোহা ও ইস্পাত উৎপাদন, ফসফেট খনন এবং আলোকীয় যন্ত্রপাতি শিল্পোৎপাদনের একটি কেন্দ্র। তবে অর্থনৈতিক সংস্কারের পর থেকে নগরীর অর্থনৈতিক উৎপাদনের সিংহভাগ সেবা খাত থেকে আসে। ২০১৫ খ্রিস্টাব্দ থেকে এখানে বৃহৎ উপাত্ত (বিগ ডেটা) ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বিনিয়োগ করা হয়েছে এবং নগরীটি দ্রুত একটি স্থানীয় উদ্ভাবনী কেন্দ্র হিসেবে উত্থান লাভ করেছে। শহরে একটি বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ (চীনা ভাষায়) "Profile of Guiyang"। www.XZQH.org। ২০০৮-০৫-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Archived copy"। ২০১২-০৪-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৩-১৪। Statistics of China 2010 Census
- ↑ "Guiyang listed among the best quality tourism cities in China"। China Global Television Network। ২০১৮-১১-২২।