গ্রিগোরি ব্রেদওয়েট
ক্রিকেট আম্পায়ার
(Gregory Brathwaite থেকে পুনর্নির্দেশিত)
গ্রিগোরি ও’ব্রায়ান ব্রেদওয়েট (ইংরেজি: Gregory O'Brian Brathwaite; জন্ম: ৯ ডিসেম্বর, ১৯৬৯) বার্বাডোসের সেন্ট ফিলিপে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের বিশিষ্ট ক্রিকেট আম্পায়ার। ২০১১ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের মাধ্যমে আম্পায়ার হিসেবে অভিষিক্ত হন তিনি। এ পর্যন্ত ১৯টি ওডিআইয়ে খেলা পরিচালনা করেছেন। পরের বছর থেকে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।[১]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | সেন্ট ফিলিপ, বার্বাডোস | ৯ ডিসেম্বর ১৯৬৯
আম্পায়ারিং তথ্য | |
ওডিআই আম্পায়ার | ১৯ (২০১১–বর্তমান) |
উৎস: ক্রিকইনফো, ৮ সেপ্টেম্বর ২০১৬ |
ব্রেদওয়েট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র আম্পায়ার ও রেফারিদের তালিকার অন্যতম সদস্য। তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে প্রতিনিধিত্ব করছেন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Gregory Brathwaite"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৩।
- ↑ "Emirates International Panel of ICC Umpires"। International Cricket Council। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৩।