গনসালো রামোস

পর্তুগিজ ফুটবলার
(Gonçalo Ramos থেকে পুনর্নির্দেশিত)

গনসালো মাতিয়াস রামোস (পর্তুগিজ: Gonçalo Ramos; জন্ম: ২০ জুন ২০০১; গনসালো রামোস নামে সুপরিচিত) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগ ১-এর ক্লাব পারি সাঁ-জেরমাঁ এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

গনসালো রামোস
২০২০ সালে বেনফিকার হয়ে রামোস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম গনসালো মাতিয়াস রামোস
জন্ম (2001-06-20) ২০ জুন ২০০১ (বয়স ২৩)
জন্ম স্থান ওলহাও, পর্তুগাল
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
পারি সাঁ-জেরমাঁ
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:৪২, ২১ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৮ সালে, রামোস পর্তুগাল অনূর্ধ্ব-১৮ দলের হয়ে পর্তুগালের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; পর্তুগালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১ ম্যাচে ৮টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

গনসালো মাতিয়াস রামোস ২০০১ সালের ২০শে জুন তারিখে পর্তুগালের ওলহাওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

রামোস পর্তুগাল অনূর্ধ্ব-১৭, পর্তুগাল অনূর্ধ্ব-১৮, পর্তুগাল অনূর্ধ্ব-১৯, পর্তুগাল অনূর্ধ্ব-২০ এবং পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ৪ঠা ডিসেম্বর তারিখে তিনি স্পেন অনূর্ধ্ব-১৮ দলের বিরুদ্ধে ম্যাচে পর্তুগাল অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ৪৬ ম্যাচে অংশগ্রহণ করে ২৪টি গোল করেছেন।

২০২২ সালের ১৭ই নভেম্বর তারিখে, ২১ বছর, ৪ মাস ও ২৮ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী রামোস নাইজেরিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৬৭তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় আন্দ্রে সিলভার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[] ম্যাচে তিনি ২৬ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি পর্তুগাল ৪–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] পর্তুগালের হয়ে অভিষেকের বছরে রামোস সর্বমোট ৫ ম্যাচে ৪টি গোল করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই পর্তুগালের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[] উক্ত ম্যাচের ৮২তম মিনিটে রাফায়েল গেরেইরোর অ্যাসিস্ট হতে পর্তুগালের হয়ে ম্যাচের তৃতীয় গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[][]

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
২১ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
পর্তুগাল ২০২২
২০২৩
২০২৪
সর্বমোট ১১

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Portugal U18 - Spain U18, Dec 4, 2018 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  2. "Portugal vs. Nigeria - 17 November 2022 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  3. "Portugal - Nigeria 4:0 (Friendlies 2022, November)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  4. "Portugal - Nigeria, Nov 17, 2022 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  5. Strack-Zimmermann, Benjamin। "Portugal vs. Nigeria"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা