জেফ্রি রাশ

অস্ট্রেলীয় অভিনেতা
(Geoffrey Rush থেকে পুনর্নির্দেশিত)

জেফ্রি রয় রাশ এসি (ইংরেজি: Geoffrey Roy Rush; ৬ জুলাই ১৯৫১) হলেন একজন অস্ট্রেলীয় অভিনেতা। তিনি অভিনয়ের ত্রি-মুকুট (একটি একাডেমি পুরস্কার, একটি প্রাইমটাইম এমি পুরস্কার ও একটি টনি পুরস্কার) বিজয়ী ২৪ জনের একজন। এছাড়াও তিনি তিনটি বাফটা পুরস্কার, দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার, ও চারটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেছেন। রাশ অস্ট্রেলিয়ান একাডেই অব সিনেমা অ্যান্ড টেলিভিশন আর্টসের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ২০১২ সালের বর্ষসেরা অস্ট্রেলীয়।[][] তিনিই প্রথম অভিনয়শিল্পী, যিনি কোন একক কাজের (শাইন) জন্য একাডেমি, বাফটা, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

জেফ্রি রাশ

Geoffrey Rush
২০১১ সালে কান চলচ্চিত্র উৎসবে রাশ
জন্ম
জেফ্রি রয় রাশ

(1951-07-06) ৬ জুলাই ১৯৫১ (বয়স ৭৩)
জাতীয়তাঅস্ট্রেলিয়া
অন্যান্য নামজেওফ রাশ
শিক্ষাস্নাতক
মাতৃশিক্ষায়তনকুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৭১-বর্তমান
দাম্পত্য সঙ্গীজেন মেনেলাউস (বি. ১৯৮৮)
সন্তান

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

রাশ ১৯৫১ সালের ৬ই জুলাই কুইন্সল্যান্ডের টুওম্বায় জন্মগ্রহণ করেন। তার পিতা রয় ব্যাডেন রাশ রয়্যাল অস্ট্রেলিয়ান বিমান বাহিনীর হিসাবরক্ষক এবং তার মাতা মার্লে (বিশফ) ছিলেন একটি বিপণি বিতানের বিক্রয় সহকারী।[] তার পিতার পূর্বপুরুষগণ ইংরেজ, আইরিশ, ও স্কটিশ ছিলেন এবং তার মাতার পূর্বপুরুষগণ জার্মান ছিলেন। তার যখন পাঁচ বছর বয়স তখন তার পিতামাতার বিবাহবিচ্ছেদ হয়। তার মাতা তাকে নিয়ে তার নানা-নানীর কাছে উপশহর ব্রিসবেনে চলে যান।

চলচ্চিত্র জীবন

সম্পাদনা

১৯৮১ সালে অস্ট্রেলীয় চলচ্চিত্র হুডউইঙ্ক দিয়ে রাশের বড় পর্দায় অভিষেক হয়। পরের বছর তিনি জিলিয়ান আর্মস্ট্রংয়ের স্টারস্ট্রাক ছবিতে কাজ করেন। পরের বছরগুলোতে তিনি কয়েকটি টেলিভিশন নাটকে ছোট চরিত্রে অভিনয় করেন, তন্মধ্যে একটি কাজ ছিল ১৯৯৩ সালের ব্রিটিশ টেলিভিশন ধারাবাহিক লাভজয়-এর একটি পর্বে দন্তচিকিৎসক ভূমিকায় কাজ করেন। তার প্রথম আলোচিত সাফল্য ১৯৯৬ সালের শাইন। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার, বাফটা পুরস্কার, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একই বছর জেমস এল. ব্রুকস তাকে অ্যাজ গুড অ্যাজ ইট গেট্‌স-এ সিমন বিশপ চরিত্রে অডিশনের জন্য তাকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে যান এবং তাকে এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু রাশ এই চরিত্রটি ফিরিয়ে দেন, পরবর্তীতে গ্রেগ কিনার এই চরিত্রে অভিনয় করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Geoffrey Rush - Biography, Movies, & Facts"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৮ 
  2. সিঙ্গার, জিল (২৩ মার্চ ২০০৮)। "Rush to flat earth"হেরাল্ড সান। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৮ 
  3. "Geoffrey Rush Biography (1951-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৮ 
  4. এইটন, ডগলাস (৪-৫ সেপ্টেম্বর ২০০৪), "10 Things You Didn't Know About Geoffrey Rush", উইকেন্ড অস্ট্রেলিয়ান ম্যাগাজিন, পৃ. ১২।

বহিঃসংযোগ

সম্পাদনা