গেভিন স্টিভেন্স
গেভিন বায়রন স্টিভেন্স (ইংরেজি: Gavin Stevens; জন্ম: ২৯ ফেব্রুয়ারি, ১৯৩২) দক্ষিণ অস্ট্রেলিয়ার গ্লেনেলগ এলাকায় জন্মগ্রহণকারী সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫৯ থেকে ১৯৬০ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | গেভিন বায়রন স্টিভেন্স | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | গ্লেনেলগ, অ্যাডিলেড, দক্ষিণ অস্ট্রেলিয়া | ২৯ ফেব্রুয়ারি ১৯৩২|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ২১৪) | ২১ নভেম্বর ১৯৫৯ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১ জানুয়ারি ১৯৬০ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯৫২/৫৩ - ১৯৫৮/৫৯ | সাউথ অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩ জুন ২০২০ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে সাউথ অস্ট্রেলিয়া দলের প্রতিনিধিত্ব করেন গেভিন স্টিভেন্স। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
সম্পাদনা১৯৫২-৫৩ মৌসুম থেকে ১৯৫৯-৬০ মৌসুম পর্যন্ত গেভিন স্টিভেন্সের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। প্রশস্ত কাঁধের অধিকারী ছিলেন তিনি।
উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ১৯৫২-৫৩ মৌসুমে সাউথ অস্ট্রেলিয়ার পক্ষে অভিষেক ঘটে তার। ১৯৫৬-৫৭, ১৯৫৭-৫৮ ও ১৯৫৮-৫৯ মৌসুমে শেফিল্ড শিল্ডে ধারাবাহিকভাবে খেলতে থাকেন। শেষ মৌসুমে ৫৯.৪৩ গড়ে তিন সেঞ্চুরি সহযোগে ৯৫১ রান তুলেছিলেন।[১] ডিসেম্বর, ১৯৫৮ সালে সিডনিতে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে অনুষ্ঠিত খেলায় ৫৭ ও অপরাজিত ২৫৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।[২]
আন্তর্জাতিক ক্রিকেট
সম্পাদনাসমগ্র খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন গেভিন স্টিভেন্স। ২১ নভেম্বর, ১৯৫৯ তারিখে লাহোরে স্বাগতিক পাকিস্তান দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৯ ও ৮ রান তুলেন তিনি। ১ জানুয়ারি, ১৯৬০ তারিখে মুম্বইয়ে স্বাগতিক ভারত দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
১৯৫৯-৬০ মৌসুমে পাকিস্তান ও ভারত গমনার্থে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। লাহোরে সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার। উভয় দেশের বিপক্ষেই দুইটি করে টেস্টে অংশ নেন তিনি। তন্মধ্যে, পাকিস্তানের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৮ রান সংগ্রহ করেছিলেন।
ভারতের মাটিতে দুই টেস্ট খেললেও রাজ্য দলের খেলার ধরন এখানে প্রবাহিত হয়নি। শেষের খেলাটিতে একেবারেই নিষ্প্রভ ছিলেন। মাদ্রাজে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর তিনি হেপাটাইটিসে আক্রান্ত হন। আরোগ্য লাভ করলেও আর তাকে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলতে দেখা যায়নি।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "First-class Batting and Fielding in Each Season by Gavin Stevens"। CricketArchive। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২০।
- ↑ "New South Wales v South Australia 1958-59"। Cricinfo। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২০।
- ↑ "Gavin Stevens"। Cricinfo। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২০।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে গেভিন স্টিভেন্স (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে গেভিন স্টিভেন্স (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)