ফ্রি স্টেট ক্রিকেট দল

দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দল
(Free State (cricket team) থেকে পুনর্নির্দেশিত)

ফ্রি স্টেট দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের প্রতিনিধিত্বকারী প্রথম-শ্রেণীর ক্রিকেট দল। ১৯৯৫ সালের পূর্ব-পর্যন্ত দলটি অরেঞ্জ ফ্রি স্টেট নামে পরিচিত ছিল। সুপারস্পোর্ট সিরিজের কারণে ফ্রি স্টেট, গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের সাথে একীভূত হয়ে বিশেষ প্রাধিকারপ্রাপ্ত ঈগলস ক্রিকেট দল গঠন করে।

জানুয়ারি, ১৯০৪ সাল থেকে এপ্রিল, ১৯৯৫ সাল পর্যন্ত দলটি অরেঞ্জ ফ্রি স্টেট নামে ডাকা হতো। এরপর অক্টোবর, ২০০৪ সাল থেকে দলটি ঈগলসের অংশ হয়ে যায়।

সম্মাননা

সম্পাদনা
  • কারি কাপ (৩) - ১৯৯২-৯৩, ১৯৯৩-৯৪, ১৯৯৭-৯৮; যৌথভাবে (০) -
  • স্ট্যান্ডার্ড ব্যাংক কাপ (৪) - ১৯৮৮-৮৯, ১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬
  • সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল থ্রি-ডে চ্যালেঞ্জ (০) -
  • সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল ওয়ান-ডে চ্যালেঞ্জ (১) - ২০০৪-০৫
  • জিলেট/নিসান কাপ (২) - ১৯৯১-৯২, ১৯৯২-৯৩

ফ্রি স্টেট দল নিম্নবর্ণিত মাঠগুলো ব্যবহার করেছে:

তথ্যসূত্র

সম্পাদনা
  • South African Cricket Annual – various editions
  • Wisden Cricketers' Almanack – various editions