ফুটবল ক্লাব এমেন
(FC Emmen থেকে পুনর্নির্দেশিত)
ফুটবল ক্লাব এমেন (সাধারণত এফসি এমেন অথবা শুধুমাত্র এমেন (ওলন্দাজ উচ্চারণ: [ˈɛmən]) নামে পরিচিত) হচ্ছে এমেন ভিত্তিক একটি ওলন্দাজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে নেদারল্যান্ডসের শীর্ষ স্তরের ফুটবল লীগ এরেডিভিজিতে খেলে। এই ক্লাবটি ১৯২৫ সালের ২১ আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে।[১] এমেন তাদের সকল হোম ম্যাচ এমেনের ডে উড মিরডেইকে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৮,৬০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ডিক লুকিন। ওলন্দাজ আক্রমণভাগের খেলোয়াড় আঙ্কো ইয়ানসেন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | ফুটবল ক্লাব এমেন | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ২১ আগস্ট ১৯২৫ | ||
মাঠ | ডে উড মিরডেইক এমেন, নেদারল্যান্ডস | ||
ধারণক্ষমতা | ৮,৬০০ | ||
ম্যানেজার | ডিক লুকিন | ||
লিগ | এরেডিভিজি | ||
২০১৯–২০ | ১২তম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
ঘরোয়া ফুটবলে, এমেনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে ১৯৮৯–৯০ এবং ১৯৯৮–৯৯ কেএনভিবি কাপের সেমি ফাইনালে পৌঁছানো।
অর্জন
সম্পাদনা- রবিবার অপেশাদার ফুটবল শিরোপা:
- চ্যাম্পিয়ন (১): ১৯৭৪–৭৫
- রবিবার হুফডক্লাসে সি:
- চ্যাম্পিয়ন (১): ১৯৭৪–৭৫
প্রাক্তন প্রযুক্তি পরিচালক
সম্পাদনা- রব গ্রুনার
- খেরার্ড সোমার
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "FC Emmen history" (Dutch ভাষায়)। FC Emmen।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ওলন্দাজ)
- সমর্থকদের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ওলন্দাজ)