ইউরোপীয় বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন
(European University Association থেকে পুনর্নির্দেশিত)
ইউরোপীয় বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন (ইংরেজি: European University Association) বা (ইইউএ) ইউরোপ মহাদেশের ৪৭ টি দেশ ও ৮৫০ টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী এবং উচ্চ শিক্ষা ও গবেষণা নীতিমালার সহযোগিতা ও তথ্য বিনিময় জন্য একটি ফোরাম। ইউরোপীয় বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সদস্যরা শিক্ষা ও গবেষণায় নিবিষ্ট, জাতীয় ও উচ্চ শিক্ষা ও গবেষণা সক্রিয় অন্যান্য সংগঠনের প্রদর্শক।
গঠিত | ২০০১ |
---|---|
সদরদপ্তর | ব্রাসেল্স, বেলজিয়াম |
President | Maria Helena Nazaré |
ওয়েবসাইট | অফিশিয়াল ওয়েবসাইট |
ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোর এসোসিয়েশন (CRE) এবং কনফেডারেশন অব ইউরোপিয়ান ইউনিয়ন রেক্টর'স কনফারেন্স একীভূত করে ইউরোপীয় বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন (ইইউএ) গঠন করা হয়। ২০০১ সালের ৩১ মার্চ স্পেনের সালামাঙ্কা শহরে একীভূতকরন সংঘটিত হয়।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "EUA AT A GLANCE"। EUA। ১৭ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।