এমিলি ডিকিনসন

মার্কিন কবি
(Emily Dickinson থেকে পুনর্নির্দেশিত)

এমিলি এলিজাবেথ ডিকিনসন (ইংরেজি: Emily Elizabeth Dickinson) (জন্ম: ১০ই ডিসেম্বর, ১৮৩০ - মৃত্যু: ১৫ই মে, ১৮৮৬) একজন বিখ্যাত মার্কিন কবি। তাঁর জীবদ্দশা সম্পর্কে খুব বেশি জানা না গেলেও তাঁকে মার্কিন কবিতার ইতিহাসে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হয়।

এমিলি ডিকিনসন
১৮৪৬ সালের ডিসেম্বর মাসে অথবা ১৮৪৭ সালের শুরুর দিকে মাউন্ট হোলিয়োক উচ্চশিক্ষা বিদ্যালয়ে এমিলি ডিকিনসনের দাগেরোচিত্র ; শৈশবের পরে এটাই তাঁর একমাত্র স্বীকৃত ছবি।
জন্ম(১৮৪০-১২-১০)১০ ডিসেম্বর ১৮৪০
মৃত্যু১৫ মে ১৮৮৬(1886-05-15) (বয়স ৪৫)
মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তা মার্কিন যুক্তরাষ্ট্র
শিক্ষামাউন্ট হোলিয়োক কলেজ, মাউন্ট হোলিয়োক ফিমেইল সেমিনারি
পেশাকবি
পরিচিতির কারণমার্কিন কবি

ডিকিনসন মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসের  অ্যামহার্স্ট শহরে জন্মগ্রহণ করেন। একটি সুনামা পরিবারে জন্ম হলেও তাঁর বেশিরভাগ জীবন একাকী, নিঃসঙ্গ অবস্থায় কেটেছে। সাত বছর অ্যামহার্স্ট অ্যাকাডেমিতে পড়ার আগে তিনি মাউন্ট হোলিয়োক নারী সেমিনারিতে ভর্তি হন। পরে তাঁর জন্মস্থল অ্যামহার্স্টে চলে আসেন। স্থানীয়দের কাছে তিনি একটু অদ্ভুত স্বভাবের ব্যক্তি ছিলেন। সাদা পোশাকের প্রতি তার ঝোঁকটা বেশি ছিল। অতিথিদের আপ্যায়ন করতে সামনে আসতেন না, জীবনের শেষ সময় তিনি তাঁর শয়নকক্ষ ছেড়ে দেন। তিনি কোনও দিন বিয়ে করেননি, বন্ধুবান্ধবের সংখ্যাও অতি নগণ্য ছিল। জীবনের শেষ সময় তিনি একাকী কাটান।

ডিকিনসন অনেক কবিতা লিখতেন, কিন্তু সেগুলি খুব কমই প্রকাশ পেত। তাঁর রচিত প্রায় ১৮০০ কবিতার মধ্যে মাত্র এক ডজনও প্রকাশিত হয়নি। কিন্তু তাঁর যে সৃষ্টিকর্মগুলো প্রকাশিত হয়, তখনকার পদ্যের রীতি প্রচলন অনুযায়ী প্রকাশকেরা অনেক পরিবর্তন এনেছিলো। তাঁর কবিতার ধরন ছিল ব্যতিক্রমী: শিরোনামবিহীন, ছোট ছোট বাক্য দিয়ে সাজানো,আর এগুলিতে অনেক সময় তির্যক অর্থ প্রকাশ পেত। এছাড়া ডিকিনসব নিজের মতো করে কিছু যতিচিহ্ন ও বর্ণ ব্যবহার করতেন। তাঁর কবিতার মধ্যে মৃত্যু এবং অমরত্ব এই দু'টি ভাবের প্রকাশ ঘটতো। এমনকি বন্ধুদেরকে চিঠি লেখার সময়ও সেই দুইটি ভাব লক্ষণীয় ছিল।

ডিকিনসনের পরিচিতদের অনেকেই তাঁর লেখালেখি সম্পর্কে জানতেন, কিন্তু কেবল তাঁর মৃত্যুর পরেই ছোট বোন লাভিনিয়া রচনাকর্মগুলির সিংহভাগ খুঁজে পান। তাঁর প্রথম কবিতা ১৮৯০ সালে টমাস ওয়েটভর্থ হগিনসন এবং মেবেল লুমিস টডদের দ্বারা ছাপা হয়, কিন্তু সেগুলি অনেক সম্পাদনা করা হয়। টমাস এইচ জনসন কোন ধরনের সম্পাদনা ছাড়া তাঁর কবিতাগুলো ১৯৫৫ সালে "দ্য পোয়েমস অফ এমিলি ডিকিনসন" শিরোনামের একটি সঙ্কলনে প্রকাশ করেন। উনিশ শতকে, এমনকি বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের আগেও ডিকিনসনের প্রতিভার সমাদর না করা হলেও তিনি এখন সারা বিশ্বে অন্যতম একজন কবি হিসেবে স্বীকৃত।

তথ্যসূত্র

সম্পাদনা

কবিতার সঙ্কলন

সম্পাদনা

উৎসপঞ্জি

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা