পূর্ব ইউরোপীয় গ্রীষ্মকালীন সময়
(Eastern European Summer Time থেকে পুনর্নির্দেশিত)
পূর্ব ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় (ইইএসটি) ইউটিসি+০৩:০০ সময় অঞ্চলের একটি নাম, যা সার্বজনীন সমন্বিত সময় চেয়ে ৩ ঘণ্টা এগিয়ে। এটি কিছু ইউরোপীয় এবং মধ্য প্রাচ্যের দেশে দিবালোক সংরক্ষণ সময় হিসাবে ব্যবহৃত হয়, যা আরব মান সময়, পূর্ব আফ্রিকা সময় এবং মস্কো সময়ের সমান করে তোলে। শীতের সময়কালে পূর্ব ইউরোপীয় সময় (ইউটিসি+০২:০০) ব্যবহৃত হয়।
হালকা নীল | পশ্চিম ইউরোপীয় সময় / গ্রীনিচ মান সময় (ইউটিসি) |
নীল | পশ্চিম ইউরোপীয় সময় / গ্রীনিচ মান সময় (ইউটিসি) পশ্চিম ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় / ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় / আইরিশ প্রমাণ সময় (ইউটিসি+১) |
গোলাপী | কেন্দ্রীয় ইউরোপীয় সময় (ইউটিসি+১) কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় (ইউটিসি+২) |
হলুদ | পূর্ব ইউরোপীয় সময় / কালিনিনগ্রাদ সময় (ইউটিসি+২) |
গাঢ় হলুদ | পূর্ব ইউরোপীয় সময় (ইউটিসি+২) পূর্ব ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় (ইউটিসি+৩) |
হালকা সবুজ | অধিকতর-পূর্ব ইউরোপীয় সময় / মিন্স্ক সময় / ইউটিসি+৩ / তুরস্ক সময় (ইউটিসি+৩) |
▉▉▉▉ মান সময় সারা বছর পালন করা হয়
▉ দিবালোক সংরক্ষণ সময় পালন করা হয়
১৯৯৬ সাল থেকে ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় মার্চ মাসের শেষ রবিবার থেকে অক্টোবরে শেষ রবিবার পর্যন্ত পালন করা হয়; পূর্বে নিয়মগুলো ইউরোপীয় ইউনিয়ন জুড়ে সমান ছিল না।[১]
নিচের দেশগুলো এই সময় পালন করা হয়:
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Joseph Myers (২০০৯-০৭-১৭)। "History of legal time in Britain"। সংগ্রহের তারিখ ২০০৯-১০-১১।