পূর্ব এশিয়া
এশিয়ার পূর্বাঞ্চল
(East Asia থেকে পুনর্নির্দেশিত)
পূর্ব এশিয়া এশিয়া মহাদেশের একটি ভৌগোলিক[১] ও সাংস্কৃতিক উপঅঞ্চল।[২] এর ভৌগোলিক ও ভূ-রাজনৈতিক আয়তন প্রায় ১ কোটি ২০ লক্ষ বর্গ কিলোমিটার, যা পুরো এশিয়া মহাদেশের ২৮ শতাংশ ও ইউরোপ মহাদেশের প্রায় ১.৫ গুণ।
পূর্ব এশিয়া | |
---|---|
আয়তন | ১,১৮,৩৯,০৭৪ কিমি২ (৪৫,৭১,০৯২ মা২)[note ১] |
জনসংখ্যা | ১৫৮,৩১,৫৬,০১৩[note ২] |
জনসংখ্যার ঘনত্ব | ১৩৩/কিমি২ (৩৪০/বর্গমাইল) |
রাষ্ট্র ও অঞ্চলসমূহ | গণপ্রজাতন্ত্রী চীন হংকং চীনা তাইপেই ম্যাকাও জাপান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া তাইওয়ান |
ভাষা ও ভাষা-পরিবার | চীনা, জাপানী, কোরীয়, মঙ্গোলীয় এবং অন্যান্য |
মোট জিডিপি (২০১১) | $ ২৫.০৭ ট্রিলিয়ন |
মাথাপিছু জিডিপি (২০১১) | $ ৯,৪০৯ |
সময় | ইউটিসি +৭:০০ (পশ্চিম মঙ্গোলিয়া) থেকে ইউটিসি +৯:০০ (জাপান ও কোরীয় উপদ্বীপ) |
রাজধানী | বেইজিং টোকিও পিয়ং ইয়াং সিউল তাইপে উলানবাটর |
অন্যান্য গুরুত্বপূর্ণ শহর | বুসান দেইগু গুয়াংঝু হংকং ইঞ্চেওন চীনা তাইপেই ম্যাকাও নাগোইয়া ওসাকা সাংহাই থিয়েনচিন ইয়োকোহামা |
পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ ও তাদের তথ্যাবলী
সম্পাদনাআয়তন ও জনসংখ্যা
সম্পাদনারাষ্ট্র | আয়তন (বর্গ কিলোমিটার) | জনসংখ্যা | জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমি. |
মানব উন্নয়ন সূচক (২০১১) | রাজধানী |
---|---|---|---|---|---|
গণচীন | ৯৫,৯৬,৯৬১ | ১৩৩,৯৭,২৪,৮৫২ | ১৩৮ | ০.৬৮৭ | বেইজিং |
হংকং | ১,১০৪ | ৭০,৬১,২০০ | ৬,৩৯০ | ০.৮৯৮ | হংকং |
ম্যাকাও | ৩০ | ৫,৫৬,৮০০ | ১৮,৬৬২ | তথ্য নেই | ম্যাকাও |
তাইওয়ান | ৩৬,১৮৮ | ২,৩১,৭৪,৫২৮ | ৬৩৯ | ০.৮৮২ | তাইপে |
জাপান | ৩,৭৭,৯৩০ | ১২,৭৯,৫০,০০০ | ৩৩৭ | ০.৯০১ | টোকিও |
মঙ্গোলিয়া | ১৫,৬৪,১০০ | ২৮,০৯,৬০০ | ২ | ০.৬৫৩ | উলানবাটোর |
উত্তর কোরিয়া | ১,২০,৫৩৮ | ২,৪৩,৪৬,০০০ | ১৯৮ | তথ্য নেই | পিয়ংইয়ং |
দক্ষিণ কোরিয়া | ৯৯,৮২৮ | ৪,৮৯,৮৮,৮৩৩ | ৫০০ | ০.৮৯৭ | সিউল |
তিব্বত | ১২ ; ০০; ০০০ | লাসা |
অর্থনীতি
সম্পাদনারাষ্ট্র | মোট জিডিপি (মিলিয়ন মার্কিন ডলার, ২০১১) |
মাথাপিছু জিডিপি (মার্কিন ডলার, ২০১১) |
জিডিপি পিপিপি (মিলিয়ন মার্কিন ডলার, ২০১১) |
জিডিপি মাথাপিছু পিপিপি (মার্কিন ডলার, ২০১১) |
---|---|---|---|---|
গণচীন | ৭২,৯৮,১৪৭ | ৫,৪১৪ | ১,১২,৯৯,৯৬৭ | ৮,৩৮২ |
হংকং | ২,৪৩,৩০২ | ৩৪,০৪৯ | ৩,৫১,১১৯ | ৪৯,৩০০ |
ম্যাকাও | ২৭,৮৫০ | ৫১,৩৯৭ | ৩২,২০৮ | ৪২,৮৭৬ |
তাইওয়ান | ৪,৬৬,৮৩২ | ২০,১০১ | ৮,৭৬,০৩৫ | ৩৭,৭২০ |
জাপান | ৫৮,৬৯,৪৭১ | ৪৫,৯২০ | ৪৪,৪০,৩৭৬ | ৩৪,৭৪০ |
মঙ্গোলিয়া | ৮,৫০৬ | ৩,০৪২ | ১৩,২৬৪ | ৪,৭৪৪ |
উত্তর কোরিয়া | ২৭,৮২০ | ১,১৫৯ | ৪০,০০০ | ১,৮০০ |
দক্ষিণ কোরিয়া | ১১,১৬,৫৪৭ | ২২,৭৭৮ | ১৫,৫৪,১৪৯ | ৩১,৭১৪ |
তিব্বত |
টীকা
সম্পাদনা- ↑ এ আয়তন চীন (হংকং, ম্যাকাও, আকসাই চীন ও আন্তঃ-কারাকোরাম অঞ্চলসহ), জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াএবং ভিয়েতনামের সম্মিলিত আয়তন হিসেব করে বের করা হয়েছে।
- ↑ মোট জনসংখ্যা চীন (চীন, হংকং, ম্যাকাও), জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়ার সম্মিলিত জনসংখ্যা (সর্বশেষ হালনাগাদ, ৯ সেপ্টেম্বর, ২০১২)।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "East Asia"। encarta। Microsoft। ২০০৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০১-১২।
- ↑ Columbia University - "East Asian cultural sphere" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে.
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিভ্রমণে পূর্ব এশিয়া সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে।
উইকিমিডিয়া কমন্সে পূর্ব এশিয়া সংক্রান্ত মিডিয়া রয়েছে।