পূর্ব এশিয়া

এশিয়ার পূর্বাঞ্চল
(East Asia থেকে পুনর্নির্দেশিত)

পূর্ব এশিয়া এশিয়া মহাদেশের একটি ভৌগোলিক[] ও সাংস্কৃতিক উপঅঞ্চল[] এর ভৌগোলিক ও ভূ-রাজনৈতিক আয়তন প্রায় ১ কোটি ২০ লক্ষ বর্গ কিলোমিটার, যা পুরো এশিয়া মহাদেশের ২৮ শতাংশ ও ইউরোপ মহাদেশের প্রায় ১.৫ গুণ।

পূর্ব এশিয়া
পূর্ব এশিয়ার মানচিত্র
আয়তন১,১৮,৩৯,০৭৪ কিমি (৪৫,৭১,০৯২ মা)[note ১]
জনসংখ্যা১৫৮,৩১,৫৬,০১৩[note ২]
জনসংখ্যার ঘনত্ব১৩৩/কিমি (৩৪০/বর্গমাইল)
রাষ্ট্র ও অঞ্চলসমূহচীন গণপ্রজাতন্ত্রী চীন
   হংকং
   চীনা তাইপেই
   ম্যাকাও
 জাপান
 উত্তর কোরিয়া
 দক্ষিণ কোরিয়া
 মঙ্গোলিয়া
 তাইওয়ান
ভাষা ও ভাষা-পরিবারচীনা, জাপানী, কোরীয়, মঙ্গোলীয় এবং অন্যান্য
মোট জিডিপি (২০১১)$ ২৫.০৭ ট্রিলিয়ন
মাথাপিছু জিডিপি (২০১১)$ ৯,৪০৯
সময়ইউটিসি +৭:০০ (পশ্চিম মঙ্গোলিয়া) থেকে ইউটিসি +৯:০০ (জাপান ও কোরীয় উপদ্বীপ)
রাজধানীচীন বেইজিং
জাপান টোকিও
উত্তর কোরিয়া পিয়ং ইয়াং
দক্ষিণ কোরিয়া সিউল

তাইওয়ান তাইপে
মঙ্গোলিয়া উলানবাটর
অন্যান্য গুরুত্বপূর্ণ শহরদক্ষিণ কোরিয়া বুসান
দক্ষিণ কোরিয়া দেইগু
চীন গুয়াংঝু
 হংকং
দক্ষিণ কোরিয়া ইঞ্চেওন
 চীনা তাইপেই
 ম্যাকাও
জাপান নাগোইয়া
জাপান ওসাকা
চীন সাংহাই
চীন থিয়েনচিন
জাপান ইয়োকোহামা

পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ ও তাদের তথ্যাবলী

সম্পাদনা

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা
রাষ্ট্র আয়তন (বর্গ কিলোমিটার) জনসংখ্যা জনসংখ্যার ঘনত্ব
প্রতি বর্গ কিমি.
মানব উন্নয়ন সূচক (২০১১) রাজধানী
  গণচীন ৯৫,৯৬,৯৬১ ১৩৩,৯৭,২৪,৮৫২ ১৩৮ ০.৬৮৭ বেইজিং
  হংকং ১,১০৪ ৭০,৬১,২০০ ৬,৩৯০ ০.৮৯৮ হংকং
  ম্যাকাও ৩০ ৫,৫৬,৮০০ ১৮,৬৬২ তথ্য নেই ম্যাকাও
  তাইওয়ান ৩৬,১৮৮ ২,৩১,৭৪,৫২৮ ৬৩৯ ০.৮৮২ তাইপে
  জাপান ৩,৭৭,৯৩০ ১২,৭৯,৫০,০০০ ৩৩৭ ০.৯০১ টোকিও
  মঙ্গোলিয়া ১৫,৬৪,১০০ ২৮,০৯,৬০০ ০.৬৫৩ উলানবাটোর
  উত্তর কোরিয়া ১,২০,৫৩৮ ২,৪৩,৪৬,০০০ ১৯৮ তথ্য নেই পিয়ংইয়ং
  দক্ষিণ কোরিয়া ৯৯,৮২৮ ৪,৮৯,৮৮,৮৩৩ ৫০০ ০.৮৯৭ সিউল
তিব্বত ১২ ; ০০; ০০০ লাসা

অর্থনীতি

সম্পাদনা
রাষ্ট্র মোট জিডিপি
(মিলিয়ন মার্কিন ডলার, ২০১১)
মাথাপিছু জিডিপি
(মার্কিন ডলার, ২০১১)
জিডিপি পিপিপি
(মিলিয়ন মার্কিন ডলার, ২০১১)
জিডিপি মাথাপিছু পিপিপি
(মার্কিন ডলার, ২০১১)
  গণচীন ৭২,৯৮,১৪৭ ৫,৪১৪ ১,১২,৯৯,৯৬৭ ৮,৩৮২
  হংকং ২,৪৩,৩০২ ৩৪,০৪৯ ৩,৫১,১১৯ ৪৯,৩০০
  ম্যাকাও ২৭,৮৫০ ৫১,৩৯৭ ৩২,২০৮ ৪২,৮৭৬
  তাইওয়ান ৪,৬৬,৮৩২ ২০,১০১ ৮,৭৬,০৩৫ ৩৭,৭২০
  জাপান ৫৮,৬৯,৪৭১ ৪৫,৯২০ ৪৪,৪০,৩৭৬ ৩৪,৭৪০
  মঙ্গোলিয়া ৮,৫০৬ ৩,০৪২ ১৩,২৬৪ ৪,৭৪৪
  উত্তর কোরিয়া ২৭,৮২০ ১,১৫৯ ৪০,০০০ ১,৮০০
  দক্ষিণ কোরিয়া ১১,১৬,৫৪৭ ২২,৭৭৮ ১৫,৫৪,১৪৯ ৩১,৭১৪
তিব্বত
  1. এ আয়তন চীন (হংকং, ম্যাকাও, আকসাই চীন ও আন্তঃ-কারাকোরাম অঞ্চলসহ), জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াএবং ভিয়েতনামের সম্মিলিত আয়তন হিসেব করে বের করা হয়েছে।
  2. মোট জনসংখ্যা চীন (চীন, হংকং, ম্যাকাও), জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়ার সম্মিলিত জনসংখ্যা (সর্বশেষ হালনাগাদ, ৯ সেপ্টেম্বর, ২০১২)।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "East Asia"encarta। Microsoft। ২০০৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০১-১২ 
  2. Columbia University - "East Asian cultural sphere" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে.

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:উইকঅভিধান