ইএসপিএন এফসি

(ESPN Soccernet থেকে পুনর্নির্দেশিত)

ইএসপিএন এফসি (পূর্বে ইএসপিএন সকারনেট নামে পরিচিত) হচ্ছে একটি মার্কিন টেলিভিশন স্টুডিও প্রোগ্রাম, যা ফুটবল স্ট্রিমিং পরিষেবা ইএসপিএন+-এ প্রতিদিন প্রচারিত হয়। ইএসপিএন এফসি মূলত ইএসপিএন ইনকর্পোরেটেডের মালিকানাধীন একটি ওয়েবসাইট ছিল। মূলত ১৯৯৫ সালে এটি সকারনেট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, ওয়েবসাইটটিকে ১৯৯৯ সালে ইএসপিএন অধিগ্রহণ করেছিল।

ইএসপিএন এফসি
মালিকইএসপিএন ইনকর্পোরেটেড
ওয়েবসাইটhttp://espnfc.com/
নিবন্ধনঐচ্ছিক
চালুর তারিখ১৯৯৫; ২৯ বছর আগে (1995)
(সকারনেট হিসেবে)

ইতিহাস

সম্পাদনা

মূলত সকারনেট নামে প্রতিষ্ঠিত হওয়া এই ওয়েবসাইটটি গ্রেগ হ্যাডফিল্ড এবং তার তৎকালীন পুত্র টম ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন, প্রাথমিকভাবে সরাসরি খেলার তথ্য, পয়েন্ট তালিকা এবং সংবাদ সরবরাহ করতো। গ্রেগ সেই সময়ে ডেইলি মেইলের হয়ে কাজ করেছিলেন এবং মূলধন অর্জনের জন্য, সাইটের মালিকানা ৪০,০০০ ইউরো এবং একটি উপার্জন ভাগ করে নেওয়ার প্রকল্পের বিনিময়ে তার কর্তাদের কাছে কার্যকরীভাবে বিক্রি করেছিলেন।[]

১৯৯৯ সালে, বুয়েনা ভিস্তা ইন্টারনেট গ্রুপ (বিভিআইজি) সকারনেট, ডেইলি মেইল এবং জেনারেল ট্রাস্টের কাছ থেকে ১৫ মিলিয়নের বিনিময়ে ৬০ শতাংশ নিয়ন্ত্রণ অর্জন করেছিল।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Focus: Fortune favours the Internet brave"The Independent। London, UK। ডিসেম্বর ১, ১৯৯৯। 
  2. "বুয়েনা ভিস্তার ক্রয়"internetnews.com। ৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা